খলেয়ায় ভিজিএফে’র চাল বিতরন
https://www.obolokon24.com/2019/06/rangpur_52.html
হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর উৎসব উপলক্ষ্যে রংপুর সদর উপজেলার ৫নং খলেয়া ইউনিয়ন পরিষদে হত দরিদ্র পরিবারের মাঝে ঈদের বিশেষ বরাদ্দ ভিজিএফ এর চাল বিতরন করা হয়েছে। সরকার এ ইউনিয়নে মোট ভিজিএফ এর বরাদ্দ দিয়েছেন ৪২৮০ টি স্লিপ। জনপ্রতি স্লিপধারীরা পাবেন ১৫ কেজি করে চাল। গত রবি ও সোমবার দু’দিন ৪২৮০টি পরিবারের মাঝে ভিজিএফ এর বিতরন করা হয়। অত্র ইউপি’র প্যানেল চেয়ারম্যান মোঃ লিখন মিয়া (চান) উক্ত ভিজিএফ এর চাল বিতরন করেন। এ সময় ইউপি সচিব মোঃ মতিউর রহমান, সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য-সদস্যা সহ ত্রাণ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।