গঙ্গাচড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী ওমর রাশেদ আটক

সফিয়ার কাজল,গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়া মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ওমর রাশেদ নামে এক মাদক ব্যবসায়ীকে এক কেজি গাঁজাসহ আটক করেছে। আটক ওমর রাশেদ লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের আকবর আলীর ছেলে। থানা পুলিশ জানায় গত রোববার দুপুরে আটক রাশেদ ও তার সঙ্গী একই উপজেলার গেন্দুকুড়ি গ্রামের মকবুল মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম (৩০) সহ গাঁজা নিয়ে হাতিবান্ধা উপজেলা হতে শেখ হাসিনা সেতু গঙ্গাচড়া হয়ে রংপুর শহরের দিকে যাচ্ছিল। এ সময় গোপন সংবাদে জেলা পুলিশ সুপার রংপুরের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) সাইফুর রহমনা সাইফ এর নেতৃত্বে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশান্ত কুমার সরকার, এস,আই মকবুল হোসেন, এ,এস,আই রাখিমুজ্জামান রানা, রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাদক ব্যবসায়ী রাশেদকে উপজেলার গজঘন্টা ইউনিয়নের হাবু বালারঘাট এলাকা হতে আটক করে। এ সময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শহিদুল পালিয়ে যায়। এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ জানান আটক ওমর রাশেদকে জিজ্ঞাসাবাদ শেষে মাদক আইনের মামলায় জেল হাজতে প্রেরন করা হয়েছে। পলাতক শহিদুলকে গ্রেফতারের চেষ্টা চলছে।

পুরোনো সংবাদ

রংপুর 864146654638137576

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item