পীরগঞ্জ পৌরসভার ২১ কোটি ৭৪ লাখ ৮হাজার ৯২ টাকার বাজেট ঘোষনা

মামুনুর রশিদ মেরাজুল রংপুর ব্যুরোঃ 
রংপুরের নবগঠিত পীরগঞ্জ পৌরসভা ২০১৯-২০২০ সালের বাজেট ঘোষনা করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে পৌরসভা কার্যালয়ের হলরুমে এ বাজেট ঘোষনা করা হয়। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১ কোটি ৬৮ লাখ ৬১ হাজার টাকা। উন্নয়ন খাত থেকে আয় ধরা হয়েছে ২০ কোটি ৫ লাখ ৪৭ হাজার ৯২ টাকা। পাশাপাশি রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২৯ লাখ ৩৬ হাজার ৮০ টাকা। উন্নয়নে ব্যয় ধরা হয়েছে ১৯ কোটি ৮৮ লাখ ৫৫ হাজার ৯শত ২৩ টাকা। এছাড়াও অর্থবছরের উদ্বৃত্ত ৫৬ লাখ ১৬ হাজার ৮৯ টাকা। বাজেট পেশ অনুষ্ঠানে পৌর সচিব আব্দুর রহিম প্রামানিকের সভাপতিত্বে পৌর মেয়র আবু ছালেহ মোঃ তাজিমুল ইসলাম শামীম প্রধান অতিথি ছিলেন। এ সময় সংরক্ষিত আসনের ৩ মহিলা কাউন্সিলর, ৯টি ওয়ার্ডের ৯জন কাউন্সিলর, পৌর প্রকৌশলী সাখাওয়াত হোসেন ও স্থানীয় প্রিন্ট, ইলেকট্রিক, অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এতে পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, পৌর সচিব আব্দুর রহিম প্রামানিক, কাউন্সিলর সাইফুল আজাদ, শফিকুল ইসলাম সফু, কবি, লেখক ও সাপ্তাহিক বজ্রকথার সম্পাদক সুলতান আহম্মেদ সোনা, প্রেসক্লাবের সভাপতি মোকসেদ আলী সরকার, সম্পাদক এটিএম মাজহারুল আলম মিলন, সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহীল বাকি বাবলু, সারওয়ার জাহান, নুরুন্নবী রবু, মামুনুর রশিদ মেরাজুল আলোচনায় অংশ গ্রহন করে।

পুরোনো সংবাদ

রংপুর 795297370441259665

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item