পীরগঞ্জে অসহায় এক বিধবার জমি ওয়ার্ড আ’লীগের সম্পাদকের দখলে

মামুনুর রশিদ মেরাজুল রংপুর ব্যুরোঃ
রংপুরের পীরগঞ্জে অসহায় এক বিধবার জমি জোরপূর্বক স্থানীয় ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক সুরুজ আলীর নেতৃত্বে জবরদখল করে বসত-বাড়ী নির্মান ও বিধবাকে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার উপজেলার চৈত্রকোল ইউনিয়নের পীরেরহাটে ঘটেছে। অভিযোগে জানা গেছে রাঙ্গামাটি গ্রামের মোজাব উদ্দিনের স্ত্রী বিধবা রাবেয়া বেগম (৬০) ২ ছেলে ১ মেয়েকে নিয়ে স্বামীর সুত্রে পাওয়া  দাগ নং-২০৭৪, খতিয়ান নম্বর- ১৮৪ মোট ৪০ শতক  জমিতে বসতবাড়ী নির্মান করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। বর্ণিত জমির মালিকানা দাবী করে স্থানীয় ০৭ নং ওয়ার্ড আ’লীগের  সাধারন সম্পাদক রাঙ্গামাটি গ্রামের মৃত. মোফাজ্জল হোসেনের পুত্র সুরুজ মিয়া প্রভাবশালী হাজীপুর গ্রামের আঃ গফুর প্রধানের পুত্র জারজীজ আহম্মেদ বাবলূ, রমজান আলীর পুত্র এলাকার কুখ্যাত মাস্তান সেতাবুর রহমান গোলাপ, রাঙ্গামাটি গ্রামের আব্দুর ছাত্তারের পুত্র রফিকুল ইসলাম  পাশ^বর্তী মিঠাপুকুর উপজেলা থেকে গুন্ডাবাহিনী ভাড়া করে দিনে দপুরে ফিল্মি স্ট্যাইলে অসহায় বিধবা নারীর জমি জবর দখল করে বসত-বাড়ী নির্মান করতে গেলে রাবেয়া বেগম বাঁধা দিলে সুরুজ মিয়ার নেতৃত্বে বাবলু, গোলাপ এবং রফিকুল এলোাপাথারী ভাবে মারপিট করলে আহত করে।  বর্তমানে রাবেয়া বেগম তাদের বিরুদ্ধে  জাল দলিল করেছেন মর্মে রংপুর কোর্টে মামলা করেছেন। মামলা নং-৬১/২০১৯। এদিকে গত ১৬ই মে  রাবেয়া বেগম বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা করেছেন। মামলা নং-২৮ তারিখ ১৬/০৫/২০১৯ অপর দিকে অসহায় বিধবার জমি দখলের খবর পেয়ে পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্রের নির্দেশে ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই হরি কান্ত বর্মন ঘটনাস্থল পরিদর্শন করে নির্মান কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন। এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র জানান  উভয় পক্ষকে কাগজ পত্র নিয়ে থানায় আসতে বলেছি।

পুরোনো সংবাদ

রংপুর 2112518731208478134

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item