বোদার আউলিয়ার ঘাটে চলছে অবৈধ ড্রেজার মেশিন; নিরব প্রশাসন

পঞ্চগড় থেকে সাইদুজ্জামান রেজা: 
পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাট করতোয়া নদীতে আইনের তোয়াক্কা না করে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করেছেন। সরেজমিনে গিয়ে এই ব্যাপারে ড্রেজার মালিক আজাদের সাথে কথা বললে তিনি জানান, আমি দীর্ঘদিন ধরে করতোয়া নদীতে ডিসি অফিসে নিলাম ডাকের মাধ্যমে ইজারা নিয়েছি, যেমন করেই হোক আমাকে বালু উত্তোলন করে বিক্রি করতে হবে, কারো যদি কিছু করার থাকে তো করবে, তাতে আমার কোন আপত্তি নেই। আউলিয়ার ঘাটে নদীর পাড়ে দেখা যায়, নদীর পাড় কেটে তৈরি করেছে ট্রাক-ট্রাক্টর যাওয়ার রাস্তা, নদীর পানি সামান্য বৃদ্ধি পাওয়ায় ভেঙ্গে গেছে একাংশ বনভূমির জমি, গাছপালাও তলিয়ে গেছে নদীতে এবং নদীর ধারে ২ শত হতে ৩ শত ফুট গভীর হতে ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলন করে সরাসরি ট্রাকে লোড করছে, এতে মাটির গভীরে সৃষ্টি হচ্ছে অসারতা, ভবিষ্যতে সামান্য প্রাকৃতিক দূর্যোগ হলেই তলিয়ে যাবে বনভূমিসহ ঘনবসতি। প্রাকৃতিক পরিবেশ আজ হুমকির মুখে। অবৈধ ড্রেজার মেশিনের কারণে পঞ্চগড়ের প্রাকৃতিক পরিবেশ বিপর্যয়ের মুখে। স্থানীয়রা জানা যায়, আমরা ড্রেজার চালানো বাধা দিলে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করছে ড্রেজার মালিক চেয়ারম্যানের ভাই আজাদ। পঞ্চগড় হয়ে মাড়েয়া এবং মাড়েয়া হয়ে দেবীগঞ্জ, বোদা বাইপাস সড়কে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে রাস্তার পাশে মজুদ করে রাখে, সেই বালি দশ চাকার ট্রাক দিয়ে ওভার লোড করে মাড়েয়া আউলিয়ার ঘাট হতে পরিবহন করার কারণে রাস্তায় দুর্ঘটনাসহ কোটি টাকা ব্যয়ে তৈরি করা রাস্তার ক্ষতিগ্রস্থ হচ্ছে। এ ব্যাপারে বোদা উপজেলা এলজিইডি প্রকৌশলী জানান, ওভার লোড ট্রাক চলাচল বন্ধ করার জন্য আমরা অনেক চেষ্টা করেছি এবং আজাদ ভাইয়ের সাথে কথাও বলেছি-তিনি আমাদের কথা শুনেন না। মাড়েয়া ইউপি চেয়ারম্যান মোঃ শামীম এর সাথে কথা বললে তিনি জানান, ড্রেজারের ব্যাপারে আমার কোন বক্তব্য নাই। বোদা থানার অফিসার ইনচার্জ জানান, এ ব্যাপারে আমার কোন দায়-দায়িত্ব নাই, ইউএনও এর সাথে কথা বলেন। বোদা উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহামুদ হাসান জানান, ড্রেজার মেশিন চালানো অন্যায়। আমরা যদি ধরতে পারি আইনের আওতায় এনে আইনগত ব্যবস্থা নেব।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 5577081642312564634

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item