ভারতে পাচার হওয়া ৬ কিশোরীকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে হস্তান্তর

পঞ্চগড় প্রতিনিধি ঃ 
দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচার হওয়া ৬ কিশোরীকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ রোববার দুপুরে বিজিবি বিএসএফের সহযোগিতায় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে এনজিও প্রতিষ্ঠান ব্র্যাকের মাধ্যমে ফিরিয়ে দেয়া হয়েছে। ওই কিশোরীদের কেউ এক বছর, কেউ ৪ বছর আবার কেউ থেকে ৭ বছর আগে পাচার হয়েছিল। গতকাল রোববার দুপুরে বাংলাবান্ধা সীমান্তের জিরো পয়েন্টে ওই কিশোরীদের বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় বিজিবি ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বাংলাবান্ধা ইমিগ্রেশনে আইনগত প্রয়োজনীয় কাজ শেষে তেঁতুলিয়া থানা পুলিশ ওই কিশোরীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষার পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় পুলিশ। জানাযায়, চাকুরিসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে ওই কিশোরীদের ভারতে পাচার করা হয়। পরে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের ইমপাল্স এনজিও নেটওয়ার্ক নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক বছর আগে ওই ৬ কিশোরীকে উদ্ধার করে চেন্নাইয়ের একটি সরকারি আশ্রয় কেন্দ্রে হস্তান্তর করে। পরে ওই এনজিও প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের এনজিও প্রতিষ্ঠান ব্র্যাক এর সহযোগিতায় ওই কিশোরীদের নাম পরিচয় ও ঠিকানা নিশ্চিত করা হয়। দীর্ঘদিন পরে সন্তানদের ফিরে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন তাদের অভিভাবকরা। এসময় ব্র্যাকের পরিচালক মানবাধীকার ও আইন সহায়তা কর্মসুচির শেখ জেনেফা খানম জব্বার, কর্মসূচী প্রধান শাহরিয়ার শাহাদাত, জোনাল ম্যানেজার জাহিদুল হাসান, ১৮ বিজিবি অধিনায়ক লে.কর্ণেল এরশাদুল হক, অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার আবু জাফর মো. আজাদ, ৫১ বিএসএফ কমান্ডেন্ট শ্রী কে উমেশ ও ভারতের ইমপাল্স এনজিও নেটওয়ার্ক প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। উদ্ধারকৃত কিশোরীদের পূর্নবাসন এর পরিকল্পনা আমাদের রয়েছে। ফেরত আসা নারীদের বাড়ী নড়াইল, খুলনা,পটুয়াখালী. খাগড়াছড়ি, বাগেরহাট, যশোর জেলায় বলে জানিয়েছেন ব্র্যাক।#

পুরোনো সংবাদ

পঞ্চগড় 3857324248594623476

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item