নিরবিচ্ছিন্ন বিদুতের দাবিতে চিলাহাটিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি ঃ ডোমার উপজেলার চিলাহাটিতে অসহনীয় লোডসেডিং এর কবলে পরে জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে।দীর্ঘদিন থেকে ডোমার নেসকো বিদুৎ অফিস চিলাহাটি এলাকায় গড়ে ছয় ঘন্টা বিদুৎ সরবরাহ করার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। শুক্রবার(২১ জুন) রাত নয়টায় চিলাহাটি ডাকবাংলা মাঠে সর্বস্থরের গ্রাহক ও জনতা সমবেত হয়ে আলোচনা সভা শেষে একটি মিছিল বাজার পদক্ষিন করে। এ সময় বিদুৎ বি¤্রাটে পড়া শত শত জনতা মিছিলে যোগ দিয়ে প্রতিবাদ জানান। প্রতিবাদী গ্রহকরা বলেন, ডোমার বিদুৎ অফিস দীর্ঘদিন থেকে আমাদের সাথে অন্যায় আচরণ করে আসছে। চিলাহাটি এলাকায় নেসকোর বিদুৎ দিনের বেলা তিন ঘন্টা রাতের বেলা তিন ঘন্টা সরবরাহ করা হয়। বাকী সময় বিভিন্ন অজুহাতে লোডশেডিং দেয়া হচ্ছে। প্রচন্ড দাবদাহের সাথে এই বিদ্যুতহীনতার ফলে জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে।স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক কাজকর্ম। বদুৎহীনতায় মোবাইল ফোনসহ বিদুৎ চালিত যন্ত্রাদি অচল হওয়ায় জনজীবন থমকে দাড়িয়েছে। গ্রাহকরা আরো বলেন, বিভিন্ন ভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করার পরও এ অঞ্চলের মানুষ কোন প্রতিকার পায়নি। এ ব্যাপারে ডোমার আবাসিক প্রকৌশলীর সাথে ফোনে যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেনি।

পুরোনো সংবাদ

নীলফামারী 3164937908613801866

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item