জলঢাকায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার নীলফামারীর জলঢাকা উপজেলায়  অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন টিচার ট্রেনিং কলেজের অধ্যক্ষ জিয়াউর রহমান, ভাইসচেয়ারম্যান মনোয়ারা বেগম, কৃষি কর্মকর্তা শাহ মোহাম্মদ মাহফুজুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, রিক্রুটিং এজেন্সির পরিচালক এসএম শফিকুল ইসলাম ডাব্লু, সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু প্রম্খু। সেমিনারে প্রজেক্টরের মাধ্যমে উপস্থিত সকলকে
 সঠিক তথ্য জেনে, দালালদের কথা না শুনে কিভাবে বিদেশে যাওয়া যায় তা দেখানো হয়। এছাড়াও সভায় জানানো হয় ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের  মাধ্যমে আবেদন করে সরকারিভাবে স্বল্প খরচে বিদেশে দক্ষ শ্রমিক পাঠানো হয়। সেমিনারে জনপ্রতিনিধি, সরকারী দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

পুরোনো সংবাদ

নীলফামারী 5927364643712189209

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item