জলঢাকায় তথ্য আপা কেন্দ্রের উঠান বৈঠক অনুষ্ঠিত

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ ও প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন (২য় পর্যায়) প্রকল্পের আওতায় নীলফামারীর জলঢাকা উপজেলায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জলঢাকা পৌরসভার মুন্সিপাড়ায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। তথ্য সেবা কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভুমি গোলাম ফেরদৌস, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা মাসুদা আকতার ও তথ্য সেবা সহকারি জিন্নাত আরা বিপাশা প্রমুখ। প্রধান অতিথি উপস্থিত নারীদের উদ্দেশে বলেন সরকার নারী উন্নয়নে উপজেলা জুড়ে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে। এসময় তিনি উপস্থিত সকলকে তথ্যসেবা কেন্দ্রের সহযোগীতা নিয়ে সরকারি সেবা গ্রহনের আহবান জানান। প্রকল্প সম্পর্কে তথ্য আপা কর্মকর্তা মাসুদা আকতার বলেন, উঠান বৈঠকের মাধ্যমে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সচেতনতা, বাল্যবিবাহ রোধ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফরম, যেকোন ধরনের ফলাফল জানাসহ উপজেলা সদরে কোথায় কি কি সুবিধা পাওয়া যায় এগুলো নিয়ে গ্রামীন নারীদের সাথে কাজ করে তথ্য আপা কেন্দ্র। জাতীয় মহিলা সংস্থার তথ্য আপা কেন্দ্র ২য় পর্যায় প্রকল্পের আয়োজনে অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, নারীনেত্রী ও ৬০জন শিশু ও নারী উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 269290030840676099

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item