বরিশাল ফটো এক্সিবিশনে জলঢাকার আলোকচিত্রী নয়ন ওয়াদুদের কৃতিত্ব

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
বরিশাল ফটোগ্রাফিক ক্লাবের ফটো এক্সিবিশন ‘লাইফ ইন দ্যা ফ্রেম’ এ বিজয়ী  হলেন নীলফামারী জেলার জলঢাকা উপজেলার তরুন আলোকচিত্রী নয়ন ওয়াদুদ। গত রোববার সকালে বরিশাল নগরীর অশ্বনী টাউন হলে বরিশাল ফটোগ্রাফিক ক্লাবের আয়োজনে দু’দিন ব্যাপি ফটো এক্সিবিশন ‘লাইফ ইন দ্যা ফ্রেম’ এর উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান ও বরিশাল ফটোগ্রাফিক ক্লাবের সদস্যরা। এবারের প্রতিযোগিতায় দেশ বিদেশের প্রায় ৩হাজার ৫শত আলোকচিত্রী ছবি দেন প্রাথমিক পর্যায়ে। এরমধ্যে থেকে ভারত, নেপাল ও বাংলাদেশের ৮৬জন আলোকচিত্রীর ১০৬টি ছবি প্রদর্শিত হয়। বিচারকদের রায়ে নীলফামারীর জলঢাকা উপজেলার তরুন আলোকচিত্রী নয়ন ওয়াদুদের "জলেভাসা শৈবালে শৈশব" ছবিটি প্রতিযোগিতায় প্রথম হওয়ার গৌরব অর্জন করে, ১ম রানার আপ হয়েছেন বিজয়োৎসব ছবির জন্য সাখাওয়াত হোসাইন জনি ও ২য় রানার আপ হয়েছেন মাতৃত্ব ছবির জন্য সুজন অধিকারী। এদিকে সোমবার সন্ধ্যায় বরিশাল নগরীর অশ্বনী টাউন হলে বরিশাল ফটোগ্রাফিক ক্লাবের আয়োজনে ফটো এক্সিবিশন ‘লাইফ ইন দ্যা ফ্রেম’ এ বিজয়ীদের হাতে ক্রেষ্ট ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ। আলোকচিত্রী নয়ন জলঢাকা পৌরসভার মাথাভাঙ্গা এলাকার সৌদি প্রবাসী  হাচানুর রহমান বাচ্চুর প্রথম সন্তান। মা লাভলী বেগমের তিন সন্তানের মধ্যে নয়ন বড়। অন্য দুইবোন ববি জলঢাকা সরকারি কলেজে অনার্স ১মবর্ষে ও বেবি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনার্সে লেখাপড়া করে। আলোকচিত্রী নয়ন ওয়াদুদ বর্তমানে ঢাকা সরকারী তিতুমীর কলেজে  সম্মান ৩য় বর্ষে অধ্যয়ন করছেন। তাদের বাবা হাচানুর রহমান বাচ্চু তার সন্তানদের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 7507522956025530199

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item