ডোমারে বাল্য বিয়ের আসর থেকে কনের বাবা আটক, ৭দিনের জেল।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে বাল্য বিয়ের আসর থেকে কনের বাবাকে আটক, ভ্রাম্যমান আদালতে ৭দিনের জেল।
মামলা সুত্রে জানাযায়, ২৫জুন রাতে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী নয়াবাড়ী এলাকার তছলিম উদ্দিনের ছেলে আয়নাল তার স্কুল পড়–য়া কন্যা বোড়াগাড়ী বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী আলেমা খাতুনের গোপনে বিয়ে দেয়ার চেষ্টা চালায়। ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, ডোমার থানার এএসআই ইবনে দায়িদ ও সঙ্গীয় ফোর্স বিয়ে বাড়ীতে অভিযান চালিয়ে কনের বাবা আয়নাল (৪২) কে আটক করে। নির্বাহী কর্মকর্তা সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে আয়নালকে ৭দিনের  বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। অপরদিকে ওই দিন রাতে জোড়াবাড়ী ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের তাহেরুল ইসলামে ছেলে রাশেল ইসলামকে মাদক সেবন কালে আটক করে মাদদ্রব্য নিয়ন্ত্র আইনে পুলিশ বাদী হয়ে মামলা নং-২১, তারিখ-২৫/০৬/১৯ দায়ের করে। মঙ্গলবার দুপুরে আটককৃত দুজনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের মাদক, জুয়া ও বাল্য বিয়ে বন্ধের অভিযান অব্যাহত রয়েছে। এ সকল কর্মকান্ড প্রতিহত করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।   

পুরোনো সংবাদ

নীলফামারী 1309274479760693258

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item