ডোমারে আলোর মিছিলের উদ্যোগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে আলোর মিছিলের উদ্যোগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আমবাড়ী আলোর মিছিল, সংগঠনটি বিভিন্ন সামাজিক ও সংস্কৃতিক উন্নয়ন মূলক কাজের পাশাপাশী গতকাল শনিবার বিকালে আমবাড়ী হাটের তাদের নিজ কর্যালয়ে গত ১০ মে ঘটে যাওয়া আমবাড়ী সরকার পাড়া গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২৭টি পরিবারের মাঝে সেমাই, চিনি, মুড়িসহ অন্যান্য ঈদ সামগ্রী বিতরণ করেন। এর পরে সন্ধ্যায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় আলোর মিছিলের সভাপতি সিদ্দিক আলমের সভাপতিত্বে উদ্দোক্তা আনারুল ইসলাম, সম্বনয়কারী শামিমউর রশিদ বুলবুল,  পৃষ্টপোষক ইউপি সদস্য শফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ফারুক ইকবাল, সহ-সভাপতি গোলাম মোস্তফা, দুলাল হোসেন, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম, অর্থ সম্পাদক ডাঃ অমল চন্দ্র অধিকারী, সাংগঠনিক সম্পাদক রতন কুমার অধিকারীসহ সকল সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত  পরিচালনা করেন, মনিরুজ্জামান আঙ্গুর। উক্ত সংগঠনটি ২০১৮ সালে ২৯জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে, বর্তমানে প্রায় ৬শত জন সদস্য রয়েছে। তারা স্বেচ্ছায় রক্তদান, মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, দূর্যোগ কালীন সহায়তা, মাদক ও জুয়া বিরোধী আন্দোলন, জাতীয় দিবস পালনসহ নানামূখী কর্মকান্ডে অংশগ্রহন করে এলাকায় ব্যপক সাড়া জাগিয়েছে। অগ্নিকান্ডের দিন রাতে আলোর মিছিলের সদস্যগণ ছুটে গিয়ে রাতের খাবার ও সেহেরীর খাবারের পাশাপাশী মোমবাতী ও মশার কয়েল প্রদান করেন। পরদিন সকালে তারা প্রতিটি পরিবারের মাঝে শাড়ী, লুঙ্গি, প্রেডিকোর্ট, প্লেট, গ্লাস, জগ, বিতরন করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 2938301956913322260

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item