ডোমারের গোমনাতীতে আন্তর্জাতিক জনসেবা দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি-
নীলফামারী জেলার ডোমার উপজেলার গোমনাতীতে আন্তর্জাতিক জনসেবা দিবস ২০১৯ উদযাপিত হয়েছে। রবিবার(২৩ জুন) দুপুরে উদয়াঙ্কুর সেবা সংস্থা(ইউএসএস)এর আয়োজনে ও এ্যাকসন এইড এর সহযোগীতায় ৩ নং গোমনাতী ইউনিয়ন পরিষদ হলরুমে এ উপলক্ষে জনসেবা প্রচার অভিযান,সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জনের লক্ষে সরকারী কারিগড়ি প্রশিক্ষণ কেন্দ্রের সুবিধা গ্রহনের আহ্বান জানিয়ে সরকারী কারিগরি প্রশিক্ষন কেন্দ্র (টিটিসি) নীলফামারী পরিচালিত দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক সেমিনারে ৩ নং গোমনাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সভাপতিত্ব করেন। সেমিনার ও আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডোমার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা একেএম জিয়াবুল আলম,সরকারী কারিগরি প্রশিক্ষন কেন্দ্র (টিটিসি)নীলফামারীর ইনস্ট্রাকটর মোঃ শরিফুল ইসলাম,এমএস ওভারসীজ এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম,এমএস ওভারসীজ এর ব্যবস্থাপক মোঃ রাশেদুজ্জামান, সরকারী কারিগরি প্রশিক্ষন কেন্দ্র (টিটিসি)নীলফামারীর ইনস্ট্রাকটর মোঃ আব্দুর রউফ, ইউএসএস প্রধান কার্যালয় নীলফামারীর কর্মকর্তা মোঃ আব্দুর রউফ ।
বক্তারা উল্লেখ করেন,বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে বেকারত্ব দূর করা সম্ভব। দেশকে উন্নয়নশীল করতে কারিগরী শিক্ষার কোন বিকল্প নেই। আমাদের দেশের  সামাজিক প্রেক্ষাপটে মেধাবী এবং মধ্যবিত্ত পরিবারের ছেলে-মেয়েদের  আধুনিক ও কর্মমূখী শিক্ষা দিয়ে আত্ম কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব।কারিগরি  শিক্ষা প্রচেষ্টা একজন যুবককে আত্মনির্ভরশীল ব্যক্তিত্বসম্পন্ন  মানবতাবোধে উদ্দীপ্ত করে তার বৃহত্তর কর্মজীবনের প্রবেশ পথকে উন্মুক্ত করতে সাহায্য করবে।দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক সেমিনারে জানানো হয়, দেশে ও বিদেশে দক্ষ জনশক্তি চাহিদা পূরনের লক্ষে সরকারিভাবে নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নিয়মিত আটটি কোর্সে ছয়, চার ও তিন মাস মেয়াদী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পরে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষনের আবেদন সংগ্রহ ও জমা নেওয়া হয়।

পুরোনো সংবাদ

নীলফামারী 8545069036038671912

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item