ডোমারে এসএসসি জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি ৯২ শিক্ষার্থীকে সংবর্ধনা ,পাচঁ জনের দায়িত্ব নিলেন সৃষ্টি

আবু ফাত্তাহ্ কামাল (পাখি) ও আনিছুর রহমান মানিক-
ঃ “ সকলের তরে সকলে আমরা  প্রত্যেকে আমরা পরের তরে ” -এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে এসএসসি  জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা -২০১৯ ইং দিয়েছে আর্থ সামাজিক উন্নয়ন সংস্থা সৃষ্টি ।
গত কাল রবিবার সকাল ১১ টায় (৯ ই জুন ) ডোমার উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামার -১ ( ডোমার -ডিমলা ) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন সরকার ।
আর্থ সামাজিক উন্নয়ন সংস্থা সৃষ্টির উদ্যোগে বন্ধন জেনেটিক লিমিটেড , নীলাচল ছাত্র কল্যান সমিতি,ঢ়ৎধপঃরপব ২৪ এর সৌজন্যে অনুষ্টানটি আয়োজন করা হয় ।
ডোমার সরকারী কলেজের প্রভাষদ ও আর্থ সামাজিক উন্নয়ন সংস্থা সৃষ্টির প্রোগাম ইউনিটের পরিচালক মোঃ সোলায়মানের সভাপতিত্বে এ অনুষ্টানে বক্তব্য রাখেন  শিক্ষাবিদ ডোমার সরকারী কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মোঃ রবিউল করিম, ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ শাহিনুল ইসলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মশিউর রহমান, কুড়িগ্রাম জেলার রাজিবপুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ আসাদুজ্জামান (আসাদ) , রুয়েটের তড়িৎ  ও ইলেকট্রনিক্স কৌশল  বিভাগের  সহকারী অধ্যাপক  ফারহামদুর রেজা,  দেবীগজ্ঞ সরকারী কলেজের সহকারী অধ্যাপক মোঃ আব্দুর রউফ ,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান কার্নিজ ফাতেমা, বন্ধন জেনেটিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনোয়ার হোসেন প্রমুখ ।
ডোমার সরকারী কলেজের প্রভাষক ও আর্থ সামাজিক উন্নয়ন সংস্থা সৃষ্টির প্রোগাম ইউনিটের পরিচালক মোঃ সোলায়মান জানান, ডোমার উপজেলার ২০১৯ সালে এসএসসিতে  জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি ৯২ জন  শিক্ষার্থীদের সংবর্ধনা  দেওয়া হয় ।এর মধ্যে ২০ জনকে শিক্ষা উপকরণ, ২০জনকে মাসিক শিক্ষাবৃত্তি, পাচঁ জনের এইসএসসি  পরীক্ষা পযর্ন্ত সার্বিক দায়িত্ব নেওয়া হয় ।
প্রধান অতিথি নীলফামার -১  আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন সরকার বলেন, আমরা চাই শিক্ষাঙ্গন সুষ্টভাবে পরিচাীরত হউক,মাদক থেকে দুরে থাকুক ।সবাই উচ্চশিক্ষিত হউক,তারা দেশের সুনাগরিক হউক, তারা মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত হউক ।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 5207971139540672931

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item