বিরল উপজেলার ঐতিহ্যবাহী দেওয়াজি দিঘিতে মাছ অবমুক্ত কর্মসূচী পালিত

আঃ সাত্তার, দিনাজপুর প্রতিনিধি ॥  “মাছে ভাতে বাঙ্গালী” এই শ্লোগানকে মানে রেখে ১৭ জুন সোমবার দিনাজপুর জেলার বিরল উপজেলার ২নং ফরক্কাবাদ ইউনিয়নের ঐতিহ্যবাহী দেয়ানজিদিঘিতে দিঘি’র মালিকরা অনুষ্ঠানিকভাবে মাছ অবমুক্ত করেছেন।
মাছ অবমুক্ত করার সময় দেয়ানজিদিঘি’র মালিক ফারুক আহম্মেদ, মোঃ আকতার আলম, মোঃ তরিকুল ইসলাম জানান, ২নং ফরক্কাবাদ ইউনিয়নের মধ্যে এই ঐতিহ্যবাহী দেয়ানজিদিঘি প্রায় ৫ একর জমির উপরে অবস্থিত। ইতিপূর্বে আমরা বিভিন্ন সময় লিজ দিয়ে মাছ চাষ করে আসছি। বর্তমানে মাছের আবাদ বৃদ্ধি’র লক্ষে আমরা প্রায় ২ লক্ষ টাকার মাছ অবমুক্ত করেছি। তারা আরো জানায় ব্রিটিশ আমলে পুলিন্দ্র নাথ রায় বাহাদুর এর নিকট থেকে ১৯৫৫ সালে লিজ নিয়ে মৃত তফিজউদ্দীন আহম্মেদ উক্ত দেয়ানজিদিঘিতে আবাদ করে আসছিলেন। তার মৃত্যুর পর তার তিন পুত্র ফারুক আহম্মেদ, মোঃ আকতার আলম, মোঃ তরিকুল ইসলাম দেওয়াজিদিঘি ভোগ দখল ও মাছ চাষ করে আসছে। বিভিন্ন সময় উক্ত দিঘির লিজ দেওয়া হলেও এবার থেকে আমরা নিজেরাই এই ঐতিহ্যবাহী দেয়ানজিদিঘিতে মাছ চাষ করে নিজেদের এবং সাধারণ মানুষের আমিষের চাহিদা পূরণ করব।

পুরোনো সংবাদ

দিনাজপুর 3555350054310921530

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item