ডিমলায় আইন-শৃংখলা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : ২০ জুন বৃহস্পতিবার সকালে নীলফামারীর ডিমলায় আইন শৃংখলা, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং ভোক্তা অধিকার সংরক্ষন কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার মুন’র সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে উল্লেখিত কমিটি সমুহের সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান তবিবুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) আয়শা সিদ্দীকা, ডিমলা থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন শেখ, ডিমলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অফিসার আবু বক্কর সিদ্দিক, বিজিবি’র বালাপাড়া কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুল মোতালেব, থানারহাট কোম্পানী কমান্ডার সাহেদ আলী, উপজেলা স্বাস্থ্য ও পবিরার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সারোয়ার আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেকেন্দার আলী, মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মেজবাহুর রহমান, উপজেলা প্রকৌশলী আবু জাফর মো: সালেহ, ডিমলা সরকারী মহিলা মহা-বিদ্যালয়ের অধ্যক্ষ মোকলেছুর রহমান, উপজেলা পরিচালন প্রকল্পের সহায়ক বিভা রায়, ডিমলা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকারসহ আরো ৯ ইউপি’র চেয়ারম্যান গণ উপস্থিত ছিলেন।

উপজেলার আইন শৃংখলা সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে নির্বাহী অফিসার নাজমুন নাহার মুন বলেন, যেহেতু বাংলাদেশের মধ্যে উত্তর বঙ্গের শেষ সীমান্ত ঘেষা উপজেলা হচ্ছে ডিমলা উপজেলা, সেহেতু সীমান্ত দিয়ে কোন ভাবেই যেন, ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা আসতে না পারে সেদিকে সতর্ক রেখে চোরাচালান রোধ করতে হবে আইন-শৃংখলা বাহিনীকে। খেয়াল রাখতে হবে কোন ভাবেই যেন আইন শৃখংলা পরিস্থিতির অবনিত পরিলক্ষিত না হয়। সেই সাথে তিনি নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে পুলিশ প্রশাসনকে তৎপর থাকার আহবান জানান। সীমান্তে চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদেরকে সর্বদা সর্তক থাকার আহবান জানিয়ে তিনি সভার সমাপ্তি ঘোষনা করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 4037958548662922900

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item