ডিমলায় বজ্রপাতে টহলরত বিজিবি সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি-নীলফামারীর ডিমলায় সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে নায়েক কামরুল ইসলাম (৩৫) নামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় ইয়াসিন নামে আরেক সদস্য আহত হয়েছেন।তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাতে ঠাকুরগঞ্জ সীমান্তের পশ্চিম ছাতনাই ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

কামরুল ৫১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বালাপাড়া কোম্পানি কমান্ডারের আওতায় ঠাকুরগঞ্জ বিজিবি ক্যাম্পে কমরত ছিলেন। তিনি সিরাজগঞ্জ জেলার কুলাউড়া উপজেলার চর পাহাড়ি গ্রামের আবদুস সাত্তারের ছেলে।

৫১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার রাতে ঝড়-বৃষ্টির মধ্যে সীমান্তের পশ্চিম ছাতনাই ডাঙ্গাপাড়া নামক স্থানে নায়েক কামরুল ইসলাম (৬৬৭১৪) ও সৈনিক ইয়াছিন টহল দিচ্ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে বজ্রপাতে ঘটনাস্থলেই কামরুলের মৃত্যু হয়। এ সময় অপর বিজিবি সদস্য ইয়াছিন আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ বলেন, এ ব্যাপারে ডিমলা থানায় অপমৃত্য মামলা দায়ের করা হয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 5971865463412515809

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item