ডিমলায় কমরেড নিমেষ চন্দ্র সিংহ রায়ের মৃত্যুবার্ষিকী ও স্মরণসভা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : তেভাগা আন্দোলনের প্রয়াত সৈনিক প্রখ্যাত নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড নিমেষ চন্দ্র সিংহ রায়ের ১৫-তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি ডিমলা উপজেলা শাখা ও কমরেড নিমেষ চন্দ্র সিংহ রায়ের স্মৃতি রক্ষা পরিষদের আয়োজনে ১ জুন শনিবার বিকেলে বাবুরহাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভা কক্ষে এ অনুষ্ঠাটি অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের কমিউনিষ্ট পার্র্টি ডিমলা উপজেলা শাখার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কমরেড আব্দুল রহিম মাষ্টারের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি নীলফামারী জেলা সভাপতি কমরেড আতিয়ার রহমান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিষ্ট পার্র্টি ডোমার উপজেলা শাখা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মমিনুর রহমান দুলাল, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি ডিমলা উপজেলা সভাপতি মাহাবুব ইসলাম। আরো বক্তব্য দেন নীলফামারী জেলা সভাপতি বাংলাদেশের সমাজতান্ত্রীক দল বাসদ মাহাবুব ও ঢাকা কেন্দ্র কমিটির নির্বাহী সভাপতি ডাঃ সৈয়দ লিটন মিয়া তালুকদার।

অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক বাংলাদেশের সমাজতান্ত্রীক দল বাসদ মাহাবুব বাবু অজয় কুমার রায়, বাম প্রগতিশীল নেতা মজিবর রহমান লিটন, উপজেলা গণতন্ত্রী পার্টি সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, উপজেলা ঐক্য ন্যাপের আহবায়ক ফজলার রহমান, উপজেলা কমিউনিষ্ট পার্টির সহ-সাধারণ সম্পাদক কমরেড রমেন কুমার সিংহ রায় প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা কমিউনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক ডাঃ গোপাল চন্দ্র রায়ের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কমিউনিষ্ট পার্টির কৃষক সুমিতির কৃষক নেতা কমরেড মনি সিংহ রায়।

পুরোনো সংবাদ

নীলফামারী 1185056795750006846

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item