অভিনেতা বাবরের পা কেটে ফেলা হলো
https://www.obolokon24.com/2019/06/babor.html
অনলাইন ডেস্ক
ঢালিউডের সিনেমায় একসময়ের জনপ্রিয় খল অভিনেতা বাবরের বাম পা কেটে ফেলতে হয়েছে। এর আগে গ্যাংগ্রিনের কারণে পায়ের তিনটি আঙুল ফেলে দেওয়া হয়েছিল। কিন্তু গ্যাংগ্রিন ছড়িয়ে পড়ায় হাঁটুর নিচে থেকে বাম পা কেটে ফেলতে হয়েছে।
রাজধানীর গ্রিন রোডের কমফোর্ট হাসপাতালে তার পায়ের এ অপারেশন হয় বলে জানিয়েছেন অভিনেতার স্ত্রী লতিফা বাবর। তিনি বলেন, অনেক দিন ধরেই আমার স্বামী অসুস্থ। একটা সময় চলচ্চিত্রে নিয়মিত ছিলেন। সেখানকার অনেকেই আসতেন যেতেন, যোগাযোগ ছিল। এখন আর তেমন কাউকে দেখি না। কেউ খোঁজখবরও রাখে না খুব একটা।
প্রসঙ্গত, আমজাদ হোসেন পরিচালিত ‘বাংলার মুখ’ চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিষেক হলেও বাবরকে দর্শকরা চিনেন মূলত খলনায়ক হিসেবে। তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এই তিনি।
ঢালিউডের সিনেমায় একসময়ের জনপ্রিয় খল অভিনেতা বাবরের বাম পা কেটে ফেলতে হয়েছে। এর আগে গ্যাংগ্রিনের কারণে পায়ের তিনটি আঙুল ফেলে দেওয়া হয়েছিল। কিন্তু গ্যাংগ্রিন ছড়িয়ে পড়ায় হাঁটুর নিচে থেকে বাম পা কেটে ফেলতে হয়েছে।
রাজধানীর গ্রিন রোডের কমফোর্ট হাসপাতালে তার পায়ের এ অপারেশন হয় বলে জানিয়েছেন অভিনেতার স্ত্রী লতিফা বাবর। তিনি বলেন, অনেক দিন ধরেই আমার স্বামী অসুস্থ। একটা সময় চলচ্চিত্রে নিয়মিত ছিলেন। সেখানকার অনেকেই আসতেন যেতেন, যোগাযোগ ছিল। এখন আর তেমন কাউকে দেখি না। কেউ খোঁজখবরও রাখে না খুব একটা।
প্রসঙ্গত, আমজাদ হোসেন পরিচালিত ‘বাংলার মুখ’ চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিষেক হলেও বাবরকে দর্শকরা চিনেন মূলত খলনায়ক হিসেবে। তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এই তিনি।