চিলাহাটি খাদ্যগুদামে গম সংগ্রহ শুরু
https://www.obolokon24.com/2019/05/wheet.html
নিজস্ব প্রতিনিধিঃ চিলাহাটি এলএসডিতে আনুষ্ঠানিক ভাবে চলতি বছরে কৃষকের কাছ থেকে সরাসরি গম সংগ্রহ শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকালে লাল ফিতা কেটে গম সংগ্রহের শুভ উদ্বোধন করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দীন । এ সময় উপস্থিত ছিলেন চিলাহাটি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিত্যানন্দ রায়,সাংবাদিক আহসানুল কবীর জুয়েল, আশরাফুল হক কাজল স্থানীয় মিলারগণ ও সুধীজনরা। উদ্বোধন কালে কেতকীবাড়ী ইউনিয়নের কৃষক পারভেজ প্রধানের ২০০ কেজি গম ক্রয়ের মধ্য দিয়ে ক্রয় সূচনা করেন। চিলাহাটি এলএসডি আওতাধীন ৫টি ইউনিয়নের কৃষকদের জন্য এবার গম বরাদ্দ হয়েছে ৬৩ মেট্রিক টন। চলতি বছর প্রতি কেজি গমের মূল্য নির্ধারন করা হয়েছে ২৮ টাকা।