দিনাজপুরে দুঃস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণী উদ্বোধন

আঃ সাত্তার, দিনাজপুর ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পদত্ত ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির সার্বিক ব্যবস্থাপনায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দিনাজপুর পৌর এলাকার তালিকা ভুক্ত দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফ খাদ্য-শস্য বিতরণী কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ৩০ মে বৃহস্পতিবার পৌরসভা চত্বরে উক্ত কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বজলুর রশিদ। দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আহমেদুজ্জামান ডাবলুর সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, উপজেলা নির্বাহী অফিসার ফিরুজুল ইসলাম ফিরোজ, উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রায়হান কবির সোহাগ, সাধারণ সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু, জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ প্রমুখ। দিনাজপুর পৌর এলাকার ১২টি ওয়ার্ডের তালিকা ভুক্ত গরিব ও দুঃস্থ মোট ৪৬২১ জনের মাঝে ৬৯.৩১৫ মেট্রিক টন চাউল বিতরণ করা হয়। এসময় পৌরসভার সচিব মাহবুবুর রহমানসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। 

পুরোনো সংবাদ

দিনাজপুর 781293251101036776

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item