ঢাকাগামী বিরতিহীন ট্রেনের দাবিতে চিলাহাটিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি॥ চিলাহাটি,ডোমার,নীলফামারী ও সৈয়দপুর হয়ে দিবাকালিন বিরতিহীন ঢাকাগামী ট্রেনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার(২৯ মে)দুপুর  ১২টায় নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি চৌরাস্তা মোড়ে চিলাহাটি প্রেসক্লাবের আয়োজনে উক্ত কর্মসুচি পালন করা হয়।আধা ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসুচিতে বিভিন্ন সেক্টরের মানুষজন অংশ নিয়ে আসন্ন ঈদের আগেই উক্ত ট্রেন চালু করার দাবি জানায়। এসময় বক্তারা বলেন, ‘চিলাহাটী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত দিবা ও রাত্রীকালীন দু’টি আন্তঃনগর ট্রেন চলাচলের দাবি দীর্ঘদিনের।
ওই দাবির প্রেক্ষিতে ২০১৫ সালের ২৮ জানুয়ারী চিলাহাটি থেকে ঢাকা পর্যন্ত রাত্রীকালীন  আন্তঃনগর নীলসাগর ট্রেন চলাচল উদ্বোধন করেন তৎকালীন রেলপথ মন্ত্রী মুজিবুল হক। ওই উদ্বোধনী অনুষ্ঠানে বর্তমান রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজনও উপস্থিত ছিলেন। সে সময়ে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ওই পথে একই নামে দিবাকালীন আরেকটি ট্রেন চালুর কথা দিয়েছিলেন রেলপথ মন্ত্রী। কিন্ত বর্তমানে দেশের বিভিন্ন পথে নতুন নতুন ট্রেন চালু হলেও উপেক্ষিত হয়েছে নীলফামারী জেলাবাসীর সেই দাবি।

পুরোনো সংবাদ

নীলফামারী 8064314094350088657

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item