নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে ঢেউটিন বিতরণ

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
 নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে ১ ৬৭টি আগুনে ও ঘূনিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করা  হয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলা পরিষদ কার্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে ওই টেউটিন বিতরণ করা হয়।
  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান  বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন।  এ সময় নীলফামারী জেলা পরিষদ  প্যানেল চেয়ারম্যান দেওয়ান  বিপ্লব আহমেদ, মেহেরুন আকতার পলিন, মো. শামীম চৌধুরী, মো. সাইদার রহমান এ্যাপোলো,  মো. মিজানুর রহমান, শিউলী আকতারসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
  পরে প্রধান অতিথি নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান  বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের হাতে ওই ঢেউটিন তুলে দেন।
অনুষ্ঠানে জেলার ৬টি উপজেলার উল্লিখিত সংখ্যক ক্ষতিগ্রস্থ পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন বিতরণ করা হয়েছে। এর মধ্যে সৈয়দপুর উপজেলার ১৫টি পরিবার রয়েছে।
 জেলা পরিষদ সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের উন্নয়নের অংশ হিসেবে জেলা পরিষদের ২০১৮-২০১৯ ইং অর্থবছরের ত্রাণ খাতের অর্থে ওই ঢেউটিন বিতরণ করা হয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 8629688421536401248

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item