আতর-টুপির দোকানে ভিড় লেগেছে

আব্দুল আউয়াল,ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ পবিত্র ঈদুল  ফিতর উপলক্ষে নিজের পছন্দমতো টুপি কেনার জন্য একের পর এক টুপি দেখছেন। অবশেষে কাঙ্খিত টুপি পেয়ে তার মূল্যে পরিশোধ করে শপিং ব্যাগে ঢুকাচ্ছেন। লোকজন পছন্দ অনুযায়ী একটি আতরও কিনতেছেন। ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের মূলগেটে টুপির দোকানগুলোতে আতর ও টুপি কেনার জন্য এভাবেই অসংখ্য ক্রেতাদের ভিড় লেগে আছে। আর আতর ও টুপি দোকানদাররা ব্যস্ততম সময়ও পার করছেন। ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ মার্কের্টে নয়নের দোকানে ও ফুটপাতের সকল পারফিউম ও টুপির দোকানগুলো দেখা গেছে এমন চিত্র। এবারের ঈদে দেশ-বিদেশের নানা মডেলের আতর ও টুপি সমাহার রয়েছে বলে দোকানদাররা জানিয়েছেন । ক্রেতাদের চাহিদা মাথায় রেখে পারফিউম ও টুপি কোম্পনীগুলো আকর্ষনীয় সুন্নাহ সামগ্রী তৈরী করেছে। ব্যবসায়ীদের সাথে আলাপকালে জানা যায়, এবার ইউনাইটেড আরব আমিরাতের বিখ্যাত আল-হারামাইন কোম্পানীর বেশ কিছু মনোমুগ্ধকর পারফিউম এসেছে। এর মধ্যে সবচেয়ে আকর্ষনীয় ‘সাফা গোল্ড’। এছাড়াও আল-রেহাব কোম্পানীর ‘আনোয়ার’ নামক আতর বাজারে এসেছে, যেটি ক্রেতাদের দৃষ্টি আকর্ষন করতে সক্ষম হয়েছে।
এদিকে, ভারতীয় একাধিক কোম্পানীর পারফিউম সরবরাহ করা হচ্ছে। আল নাইস নামক কোম্পানীর ‘কাশ্মীরী গোল্ড’ খুবই প্রসিদ্ধ। এছাড়াও আলমাস কোম্পানীর ‘এরাবিয়ান উদ’নামক পারফিউম বিক্রি হচ্ছে। অন্যদিকে, পাকিস্তানের অসংখ্য কোম্পানীর পারফিউম বিক্রি হচ্ছে। এর মধ্যে দেশীয় আল ফারহান, কান্নোস, লাহোর, নেয়ামত কোম্পানীর পারফিউম ক্রেতাদের মন কাড়তে সক্ষম হয়েছে। এবার পাকিস্তানের আল ছাইফ কোম্পানীর বিভিন্ন মডেলের টুপি বাজারে বিক্রি হচ্ছে বলে দোকানদাররা জানিয়েছেন। এছাড়াও মালেশিয়ার ‘মালশিয়’নামক টুপি বাজারে এসেছে। তবে টুপির ক্ষেত্রে বিদেশীর চেয়েও দেশীয় কোম্পানীর টুপি ক্রেতাদের চাহিদায়। প্রধান্য পাচ্ছে। বিশেষ করে ফিরোজ কোম্পানী ও বাংলাদেশের পুরাতন টুপি উৎপাদনকারী আল-ফারুক কোম্পানী নতুন টুপির বাহার নিয়ে এসেছে। এছাড়াও শিশুদের জন্য আল-সাইফ কোম্পানী ‘সাইফ চুমকী, সাইফ পুথি’ ফিরোজ চুমকি, ফিরোজ চুমকি, ফিরোজ পুথি, আজিম চুমকি’নামক বাহারী টুপি বিক্রি হচ্ছে।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 3899082388335497421

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item