এসএসসিতে পাগলাপীর আদদ্বীন একাডেমীর অসাধারন সাফল্য
https://www.obolokon24.com/2019/05/ssc_46.html
হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ সদ্য ঘোষিত ২০১৯ ইং সালের এসএসসি ফল প্রকাশে রংপুরের পাগলাপীরের ঐতিহ্যবাহী আদ্দ্বীন একাডেমীর শিক্ষার্থীরা মেধাতালিকা সহ শতভাগ পাশ করে অসাধারন সাফল্য অর্জন করেছে। জানা গেছে, পাগলাপীর আদ্দ্বীন একাডেমী হতে ২০১৯ইং সালের এসএসসি পরীক্ষায় সব বিভাগ মিলে ৬৭ জন শিক্ষার্থী অংশগ্রহন করে মেধাতালিকাসহ শতভাগ পাশ করেছেন শিক্ষার্থীরা। এদের মধ্যে ৩১ জন জিপিএ-৫, তার মধ্যে ৮ জন গোল্ডেন পেয়েছে, ৩৫ জন এ গ্রেড ও একজন এ মাইনাস গ্রেড পেয়েছেন। এদিকে আদ্দ্বীন একাডেমীর অধ্যক্ষ মোঃ আব্দুল গণি ও এডমিন মোঃ শহিদুল ইসলাম এ প্রতিষ্ঠানের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পাগলাপীর রংপুরসহ দেশের সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।