বিশ্বকাপে যা কিছু প্রথম


ডেস্ক

১৯৭৫ সালে যাত্রা করে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। ঐতিহাসিক প্রথম বিশ্বকাপ হয় ইংল্যান্ড দুর্গে। আবারও সেখানে বসতে যাচ্ছে ক্রিকেটের বৈশ্বিক আসর। এটি ক্রিকেটের সর্বোচ্চ ১২তম আসর। পেছনে পড়া ১১ বিশ্বকাপ মিলিয়ে প্রথম ঘটনাবলি নিয়েই আমাদের আজকের আয়োজন।


একনজরে বিশ্বকাপে যা কিছু প্রথম

প্রথম ম্যাচ: ইংল্যান্ড বনাম ভারত (৭ জুন ১৯৭৫)

প্রথম রান: জন জেমসন (ইংল্যান্ড)

প্রথম চার: ডেনিস অ্যামিস (ইংল্যান্ড)

প্রথম ছক্কা: কিথ ফ্লেচার (ইংল্যান্ড)

প্রথম ব্যাটসম্যান: জন জেমসন (ইংল্যান্ড)

প্রথম বোলার: মদন লাল (ভারত)

প্রথম উইকেট: মহিন্দর অমরনাথ (ভারত)

প্রথম বোল্ড: কিথ ফ্লেচার (ইংল্যান্ড)

প্রথম ক্যাচ: শ্রীনিবাস ভেংকটরাঘবন (ভারত)

প্রথম এলবিডব্লিউ: টনি গ্রেগ (অস্ট্রেলিয়া)

প্রথম কট বিহাইন্ড: জন জেমসন (ইংল্যান্ড)

প্রথম রান আউট: রমেশ শেঠি (পূর্ব আফ্রিকা)

প্রথম হিট উইকেট: রয় ফ্রেডরিক (ওয়েস্ট ইন্ডিজ)

প্রথম হ্যাটট্রিক: চেতন শর্মা (ভারত)

প্রথম পাঁচ উইকেট: ডেনিস লিলি (অস্ট্রেলিয়া)

প্রথম হাফসেঞ্চুরি: ডেনিস অ্যামিস (ইংল্যান্ড)

প্রথম সেঞ্চুরি: ডেনিস অ্যামিস (ইংল্যান্ড)

প্রথম জয়: ইংল্যান্ড

প্রথম ম্যান অব দ্য ম্যাচ: ডেনিস অ্যামিস (ইংল্যান্ড)

প্রথম চ্যাম্পিয়ন: ওয়েস্ট ইন্ডিজ

প্রথম টুর্নামেন্টসেরা খেলোয়াড়: মার্টিন ক্রো (৪২৬ রান, নিউজিল্যান্ড)

প্রথম রিভিউ স্টিস্টেম চালু: ২৪ নভেম্বর ২০০৯ (নিউজিল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচে)

প্রথম ফাইনাল ম্যাচে সেঞ্চুরি: ক্লাইভ লয়েড (১০২ রান ৮৫ বলে, ওয়েস্ট ইন্ডিজ)

প্রথম ফাইনাল ম্যাচে পাঁচ উইকেট: গ্যারি গিলমোর (৫/৪৮, অস্ট্রেলিয়া)

পরে ব্যাটিং করে বিশ্বকাপ জেতা প্রথম দল: শ্রীলংকা (১৯৯৬ সালে ৭ উইকেটে জয়)

প্রথম শূন্য করা খেলোয়াড়: অনুরা টেনেকুন (শ্রীলংকা)

প্রথম ৫০ ওভারের ম্যাচ: ১৯৮৭ বিশ্বকাপ

প্রথম রঙিন পোশাকের ব্যবহার: ১৯৯২ বিশ্বকাপে

প্রথম ১০০০ রান করা খেলোয়াড়: ভিভ রিচার্ডস (ওয়েস্ট ইন্ডিজ)

প্রথম ৫০ উইকেট পাওয়া খেলোয়াড়: ওয়াসিম আকরাম (পাকিস্তান)

প্রথম ডাবল সেঞ্চুরিয়ান: ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)

প্রথম টানা চার সেঞ্চুরি: কুমার সাঙ্গাকারা (শ্রীলংকা)

প্রথম দলীয় ৪০০ রান: ২০০৭ বিশ্বকাপে বারমুডার বিপক্ষে (ভারত)

পুরোনো সংবাদ

খেলাধুলা 8222473829949465011

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item