সৈয়দপুরে রেশম চাষের ওপর পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে রেশম চাষে সম্পৃক্ত আমার বাড়ি আমার খামার প্রকল্পের
উপকারভোগীদের পাঁচ দিনব্যাপী ‘সিল্ক প্রোডাকশন ডেভলপমেন্ট প্রশিক্ষণ’ সমাপ্ত  হয়েছে।  সৈয়দপুর উপজেলা প্রশাসন, আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক যৌথ আয়োজনে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সহযোগিতায় ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।  আজ(বৃহস্পতিবার)  বিকেলে নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ হল রুমে পাঁচদিন প্রশিক্ষণের সমাপণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. গোলাম কিবরিয়া। 
 এতে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সৈয়দপুর রেশম সম্প্রসারণ কেন্দ্রের ব্যবস্থাপক মো. রেজাউল করিম সভাপতিত্ব করেন।
 শেষে প্রধান অতিথি  ইউএনও এস.এম. গোলাম কিবরিয়া প্রশিক্ষণের অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন এবং ফটোসেশনে অংশ নেন।
গত রোববার (২৬ মে) রেশম চাষে সম্পৃক্ত আমার বাড়ি আমার খামার প্রকল্পের
উপকারভোগীদের পাঁচ দিনব্যাপী ‘সিল্ক প্রোডাকশন ডেভলপমেন্ট প্রশিক্ষণ’  শুরু হয়। ওই দিন উপজেলা পরিষদ হলরুমে ইউএনও এস. এম. গোলাম কিবরিয়া প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন। এতে মোট ২৫ জন নারী  ও পুরুষ প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করছেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 6270833425995316431

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item