সৈয়দপুরে এলজিইডির সড়ক রক্ষনাবেক্ষণ কাজে নিয়োজিত মহিলা কর্মীদের সঞ্চয়ী অর্থের চেক বিতরণ

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
 নীলফামারীর সৈয়দপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নর্দান বাংলাদেশ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় অব্যাহতিপ্রাপ্ত সড়ক রক্ষণাবেক্ষণ কাজে  নিয়োজিত এল সি এস মহিলা কর্মীদের সঞ্চয়ী অর্থ বিতরণ করা  হয়েছে। আজ বুধবার এলজিইডি সৈয়দপুর  উপজেলা পরিষদ হল রুমে ওই অর্থ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা  পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।
 সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. গোলাম কিবরিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
 এতে স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সৈয়দপুর উপজেলা প্রকৌশলী এ. এফ. এম. রায়হানুল ইসলাম।
অনুষ্ঠানে চার জন অব্যাহতিপ্রাপ্ত এলজিইডি সড়ক রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত এল সি এস মহিলা কর্মীর মাঝে তাদের সঞ্চয়ী অর্থের চেক তুলে দেয়া হয়।
 চেক প্রাপ্তরা হচ্ছেন,  মোছা. ফরিদা বেগম, মোছা মমতা বেগম, মোছা তান্নি বেগম ও  মোছা. হাফিজা বেগম। এদের মধ্যে  ফরিদা বেগমকে ২৫ হাজার ৭৮২ টাকা ৬৯ পয়সা, মমতা বেগমকে ৬১ হাজার ২৫৬ টাকা ৪৬ পয়সা এবং মোছা. তান্নি বেগম ও মোছা. হাফিজা বেগমকে ৬৪ হাজার ৬৫৯ টাকা ৮০ পয়সার করে চেক বিতরণ করা হয়েছে।  

পুরোনো সংবাদ

নীলফামারী 934053102441013484

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item