ইউনিয়ন পর্যায়ে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের দাবিতে সৈয়দপুরে মানববন্ধন

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
 নীলফামারীর সৈয়দপুরে সরকার নির্ধারিতমূল্যে ইউনিয়ন পর্যায়ে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল (শুক্রবার) বিকেলে বাংলাদেশ কৃষক খেতমজুর সমিতি নীলফামারী জেলা শাখার উদ্যোগে ওই মানববন্ধন  অনুষ্ঠিত হয়।
“কৃষক বাঁচাও, দেশ বাঁচাও” শ্লোগানে সামনে রেখে সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে শহীদ ডা. জিকরুল হক সড়কে বিকেল ৪টা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বাংলাদেশ কৃষক খেতমজুর সমিতি নীলফামারী জেলা শাখার বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।
 মানববন্ধন চলাাকলে সেখানে এক সংক্ষিপ্ত   আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষক খেতমজুর সমিতির কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট তুষার কান্তি রায়ের সভাপতিত্বে  সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন সংগঠনের কেন্দ্রীয় নজরুল ইসলাম, নীলফামারী জেলা শাখার আহবায়ক
স্মরণীকান্ত রায়, স্থানীয় কৃষক নেতা মো. আলী হোসেন, মোফাজ্জল হোসেন ও শফিকুল আলম প্রমূখ।
 মানববন্ধনের আলোচনা সভায় বক্তরা বলেন, বর্তমানে ইরি বোরো মৌসুমে ধান কাটা মাড়াইয়ের ভর মৌসুম চলছে। অথচ কৃষকদের কষ্টার্জিত ধানের মূল্য নেই। বর্তমান বাজারে প্রতি মন ধানের ক্রয়মূল কৃষকদের উৎপাদিত খরচের তুলনায়  অনেক কম। ফলে কৃষকরা তাদের উৎপাদিত ধানে  প্রতিমনে লোকসান গুনতে গুনছেন। কৃষকরা দিন রাত মাথার ঘাম পায়ে ফেলে ধারদেনা করে ফসল উৎপাদন করেও  ধানের ন্যায্য মুল্য পাচ্ছেন না।  আবার সরকারিভাবে ধান, চাল যে  মূল্যে সংগ্রহ করা হচ্ছে, সে সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত কৃষকরা। এ অবস্থায় অনেক জায়গায় কৃষকরা মনের ক্ষোভে, দুঃখে জমিতে ধান ক্ষেতে আগুন দিচ্ছেন।  তাই কৃষকদের ফসলের ন্যায্য মূল্যে দিতে বক্তারা কৃষকদের ফসলের মূল্য দিতে সরকার নির্ধারিত মূল্যে ইউনিয়ন পর্যায়ে সরসরি কৃষকদের কাছ  থেকে ধান ক্রয়ের দাবি জানান।               

পুরোনো সংবাদ

নীলফামারী 5571447861932938811

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item