র‌্যাবের ভ্রাম্যমান আদালত ,সৈয়দপুরে তিন কারখানা মালিকের সাড়ে চার লাখ টাকা জরিমানা আদায় ॥ পণ্যসামগ্রী ধ্বংস

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে নোংরা, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে অত্যন্ত নি¤œমানের উপাদানে লাচ্ছা সেমাই, চিপস্ এবং বেকারি পণ্য তৈরি ও সংরক্ষণের দায়ে তিনটি কারখানা মালিকের সাড়ে চার লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)- ১৩  অভিযান পরিচালনা করে ওই জরিমানা করা হয় গত বুধবার (২২ মে)।  এ সময় মেয়াদার্ত্তীণ বিপুল পরিমাণ চিপস্, লাচ্ছা সেমাই ও বেকারি পণ্য ধ্বংস করা হয়। এছাড়াও কারাখানা দুইটি সিলগালা করে বন্ধ করে দেয়া হয়েছে।
এডিশনাল ডিআইজি ও র‌্যাব- ১৩, রংপুর অঞ্চলের কমান্ডিং অফিসার মো. মোজাম্মেল হক বিপিএম, পিপিএম এর নেতৃত্বে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমানের সহায়তায় দুপুর ২টা থেকে শুরু হয়ে সন্ধ্যা অবধি নীলফামারীর সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়া, কলিম মোড়, মিস্ত্রিপাড়া ও চাঁদনগর এলাকায় র‌্যাবের এক অভিযান পরিচালিত হয়। অভিযানকালে শহরের নতুন বাবুপাড়া কলিম মোড় সংলগ্ন এলাকায় অবস্থিত নিমকো ফুড প্রডাক্টসে এবং মিন্ত্রিপাড়া এলাকায় নাজ ফুড প্রডাক্টসে অস্বাস্থ্যকর পরিবেশে অত্যন্ত নি¤œমানের উপকরণ সামগ্রী দিয়ে  লাচ্ছা সেমাই ও চিপস্ তৈরি ও নোংরা পরিবেশে চিপস শুকানো এবং খাবার অযোগ্য চিপস সংরক্ষনের দায়ে উল্লিখিত দুইটি কারখানা মালিকের ২ লাখ টাকা করে জরিমানা করা হয়। এ সময় নিমকো ফুড প্রডাক্টসের ৮ মন চিপস ধ্বংস এবং নাজ ফুড  প্রডাক্টস্রে ৪৪ প্যাকেট লাচ্ছা সেমাই, ৬ মন চিপস, এক বোতল মেয়াদার্ত্তীণ ঘি ফ্লাভার ধ্বংস করা হয়।  অন্যদিকে, শহরের চাঁদনগরস্থ আশা বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই ও বেকারি পণ্য তৈরির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান ওই  জরিমানা করেন। এ সময়  র‌্যাব - ১৩ সিপিসি-২, নীলফামারীর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা, সৈয়দপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. অহিদুল হক, সৈয়দপুর পৌরসভা স্যানিটারি ইন্সপেক্টর মো. আলতাফ হোসেন সরকার  উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

নির্বাচিত 8638866008667109429

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item