সৈয়দপুরে এসডিজি বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
আজ(সোমবার) নীলফামারীর সৈয়দপুরে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের গর্ভনেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় সৈয়দপুর উপজেলা প্রশাসন দিনব্যাপী ওই কর্মশালার আয়োজন করে। সকালে সৈয়দপুর শ্রম কল্যাণ কেন্দ্রের হলরুমে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার শুভ উদ্বোধন করেন।
এতে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. গোলাম কিবরিয়া।
কর্মশালায় শুরুতেই মূল প্রবন্ধ উপস্থাপনা করা হয়। নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজহারুল ইসলাম মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজহারুল ইসলাম, সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ডের চীফ এক্সজিকিউটিভ অফিসার (সিইও) মো. আব্দুল রহমান প্রমূখ।
  গোটা কর্মশালার  সঞ্চালনা করেন সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার।
 সমাপণী অনুষ্ঠানে নীলফামারী জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডি) মো. মোতালেব হোসেন বক্তব্য রাখেন।
 দিনব্যাপী কর্মশালায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ, সুশীলসমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক,স্বেচ্ছাসেবী ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ ৮০জন অংশ নেয়।           

পুরোনো সংবাদ

নীলফামারী 8377751982427529886

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item