নানা আয়োজনে সৈয়দপুরে মহান মে দিবস পালিত


তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
সারাদেশের মতো নীলফামারীর সৈয়দপুরে নানা আয়োজনে আজ (বুধবার) মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে সৈয়দপুর উপজেলা প্রশাসন ও শ্রম কল্যাণ দপ্তরসহ বিভিন্ন শ্রমিক সংগঠন গৃহিত দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা,স্মৃতিস্তম্ভে পুস্পার্ঘ্য অর্পণ, আত্মদানকারী শ্রমিকদের স্মরণে এক মিনিট নিরবতা পালন, শপথ গ্রহন, আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাদু প্রদর্শনী।
 সকাল ৯ টায়  ঐহিত্যবাহী ও প্রাচীনতম সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর থেকে মহান মে দিবসের  বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়। শহরের বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা নিজ নিজ ব্যানার নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা অংশগ্রহনকারীরা বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে এবং রং ছিটিয়ে আনন্দ উল্লাস করেন। পরে শহরের বিমানবন্দর সড়কে  অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অপর্ণ করা হয়। সেখানে আত্মদানকারী শহীদ শ্রমিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সেখানে শ্রমিকদের মহান মে দিবসের শপথ বাক্য পাঠ করানো হয়েছে। শপথ বাক্য পাঠ করান পরিবহন শ্রমিক নেতা মো. আখতার হোসেন বাদল।
 পরে সৈয়দপুর উপজেলা প্রশাসন ও শ্রম  কল্যাণ কেন্দ্রের উদ্যোগে মে দিবসের মূল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রম কল্যাণ কেন্দ্রের হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও রেলওয়ে শ্রমিক লীগ নেতা মো. মোখছেদুল মোমিন।
 এতে বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রংপুর বিভাগীয় কমিটির সভাপতি মো. আখতার হোসেন বাদল, নীলফামারী জেলা বাস- মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. শাহ্ নেওয়াজ হোসেন শানু, নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন।
 সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সৈয়দপুর শ্রম কল্যাণ কেন্দ্রের মেডিক্যাল অফিসার ডা. ষষ্টীচরণ চক্রবর্তী।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. মমতাজ আলী, নীলফামারী জেলা ট্রাক,ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার রায়, স্বর্ণ শিল্প কারিগর পরিষদের সভাপতি মো. রাজু আহমেদ প্রমূখ। আলোচনা সভাটি উপস্থাপনা করেন কথাসাহিত্যিক আকমল সরকার রাজু।
 এছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠন পৃথক পৃথক আয়োজনে আলোচনা সভায়, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত   হয়েছে। 
এদিকে, মহান মে দিবসে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী  সৈয়দপুর শাখা এক গণসংগীত অনুষ্ঠানের আয়োজন করে। শহরে জিআরপি মোড়ে শহীদ স্মৃতি অম্লান চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পীরা গণসংগীত পরিবেশন করেন। এরআগে একই স্থানে বাম গণতান্ত্রিক ঐক্য ফ্রন্টের এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন এ্যাডভোকেট তুষার কান্তি রায়, নুরুজ্জামান জোয়ারদার  প্রমূখ।     

পুরোনো সংবাদ

নীলফামারী 6127592983499563203

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item