মালয়েশিয়া পাচারকালে ৩৪ রোহিঙ্গা উদ্ধার

অনলাইন ডেস্ক



কক্সবাজার থেকে সাগরপথে মালয়েশিয়ায় পাচারকালে নারী ও শিশুসহ ৩৪ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার মধ্যরাতে কক্সবাজার শহরের দরিয়ানগর বড়ছড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার রোহিঙ্গাদের মধ্যে ১১ জন পুরুষ, ১৫ জন নারী এবং ৮ জন শিশু।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন খোন্দকার বলেন, সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে একদল লোককে জড়ো করার খবর পেয়ে পুলিশের একটি দল রাতে সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দালাল চক্রের লোকজন পালিয়ে যায়।
তিনি আরও বলেন, সম্প্রতি সক্রিয় হয়ে ওঠা সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র উখিয়া ও টেকনাফের বিভিন্ন শরণার্থী ক্যাম্প থেকে এ রোহিঙ্গাদের নিয়ে পাচারের উদ্দেশ্যে জড়ো করছিল।
উদ্ধার হওয়া রোহিঙ্গাদের আপাতত থানা হেফাজতে রাখা হয়েছে। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তাদের নিজ নিজ ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হবে বলেও তিনি।

পুরোনো সংবাদ

প্রধান খবর 4684053413719900236

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item