পীরগঞ্জে ইউএনও’র অপসারণের দাবীতে সাংবাদিকদের সংবাদ বর্জন
https://www.obolokon24.com/2019/05/rangpur_41.html
রংপুর ব্যুরো॥উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন, দৃষ্টান্তমুলক শাস্তিসহ দ্রুত উপজেলা নির্বাহী কর্মকর্তা টিএমএ মমিনের অপসারণের দাবীতে রংপুরের পীরগঞ্জ উপজেলার কর্মরত সাংবাদিকরা ইউএনও’র সকল প্রকার সংবাদ বর্জনের সিদ্ধান্ত গ্রহন করেছে। সোমবার বিকেলে পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে আয়োজিত এক সাধারণ সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। উল্লেখ্য, যার জমি আছে ঘর নেই প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, গত ডিসেম্বরে বিজয়ের ফুল উৎসবে শিক্ষা প্রতিষ্ঠানের বরাদ্দ আত্মসাৎ, জেন্ডার প্রমোটর নিয়োগে অনিয়মসহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে সাংবাদিকরা বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রিক মিডিয়ায় সংবাদ প্রচার ও প্রকাশ করে আসছে। এরই জের ধরে গত ১৬ মে, উপজেলার কয়েকজন সাংবাদিককে মুঠোফোনে হুমকি-ধামকি দেয় ইউএনও টিএমএ মমিন। এতে সাংবাদিকরা অনঢ় থাকলে পরদিন সাংবাদিকদের জড়িয়ে থানায় অভিযোগ করেন ইউএনও। এ ঘটনায় সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করে গত ১৭ মে জরুরী সভায় ইউএনও’র সংবাদ বর্জনের সিদ্ধান্ত নেয়। পরদিন ১৮ মে স্থানীয় এমপি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পীরগঞ্জে আসলে সাংবাদিকরা স্পিকারকে ঘটনাসমুহ অবগত করেন। এ সময় স্পিকার সাংবাদিকদের বলেন, উন্নয়ন কাজে অনিয়ম সহ্য করা হবে না, সকল প্রকার অনিয়মের তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। প্রেসক্লাবের সভাপতি মোকসেদ আলী সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এটিএম মাজহারুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহীল বাকী বাবলু, সরওয়ার জাহান, শাহ মোঃ সাদা মিয়া, জাগো বাহে ২৪ ডটকমের সম্পাদক আকতারুজ্জামান রানা, সাংবাদিক বখতিয়ার, আব্দুল হাকিম ডালিম, সিরাজুল ইসলাম সেলিম, ইমরান খন্দকার, সাখাওয়াত হোসেন সেন্টু, মেরাজুল ইসলাম, মশফিকুর রহমান পল্টন, শফিকুল ইসলাম রিংকু, রেজাউল করিম ও এসএম বাদল।