পাগলাপীরে আদদ্বীন একাডেমীর ২০ শিক্ষার্থী জেএসসিতে বৃত্তি পেয়েছে

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ সদ্য ঘোষিত (১৯ মে ২০১৯) জেএসসির ফল প্রকাশে রংপুরের পাগলাপীরের ঐতিহ্যবাহী আদ্দ্বীন একাডেমীর ২০ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল সহ সাধারন গ্রেড এ বৃত্তি পেয়েছে। জানা গেছে আদ্দ্বীন একাডেমী হতে ২০১৮ইং সালে ৯৬ জন শিক্ষার্থী জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) অংশগ্রহন করে মেধা তালিকা জিপিএ- ৫ সহ শতভাগ পাশ করেছেন শিক্ষার্থীরা। এদের মধ্যে ৬ জন ট্যাল্টেপুলে ও ১৪ জন সাধারন গ্রেড এ বৃত্তি পেয়েছে। বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা হলেন, ট্যাল্টেপুলে মোঃ ইউসুফ আলী, মেরাজুল ইসলাম, হাসনাত জাহান লিয়া, ফারহানা আক্তার তিশা, তাহিরা আলম ও মনিশা আক্তার, সাধারন গ্রেডে মোঃ মেহেদি হাসান, শ্রী হৃদয় চন্দ্র সরকার, আব্দুল্লাহ আল হেলাল, কাওছার জাহিদ রিয়াদ, সারমিন আক্তার শিলা, সানজানা সৃষ্টি, মোয়াজ্জেমা মিথি, মাহবুবা আক্তার জুই, মেহতাহুল জান্নাত মনি, সাদিয়া ইসলাম, সাবরিনা স্মৃতি, আহিয়া আক্তার, লাবণী আক্তার, উম্মুল মারিয়া। এদিকে সৌজন্যমুলক এক সাক্ষাতে অধ্যক্ষ মোঃ আব্দুল গণি ও এডমিন মোঃ শহিদুল ইসলাম এ প্রতিষ্ঠানের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে তারা পাগলাপীর রংপুর সহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।


পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 2645681246760095233

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item