পাগলাপীরে বীর মুক্তিযোদ্ধা ছকিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ রংপুরের পাগলাপীরের গোকুলপুর ধনীপাড়া নির্বাসী বীর মুক্তিযোদ্ধা মোঃ ছকিন উদ্দিন আর নেই। তিনি এ্যাজমা সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ২৬ মে ২০১৯ রোজ রবিবার রাত ৯ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি............রাজিউন, তার বয়স হয়েছিল ৭৩ বৎসর। তিনি মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনি, পুত্র-বধু, আত্বীয় স্বজন, বন্ধু বান্ধব সহ অসংখ্যক শুভাকাঙ্খি রেখে গেছেন। পরদিন ২৭ মে সোমবার বাদ যোহর পাগলাপীর কেন্দ্রীয় ঈদগাহ্ জামে মসজিদ মাঠে জানাযা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে। মরহুমের জানাযার নামাযে আওয়ামীলীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক সহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশগ্রহন করেছেন। এর আগে দুপুর দেড় টায় পাগলাপীর কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে বীর মুক্তিযোদ্ধা ছকিন উদ্দিনকে রংপুর সদর কোতয়ালী থানা পুলিশের একটি চৌকশ দল গার্ড অব অর্ণার প্রদান করে শ্রদ্ধা জ্ঞাপন করে এবং সদর থানা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে পুষ্প অর্পন করে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করা হয়। এ সময় রংপুর সদর উপজেলার প্রশাসনের উর্ধতম কর্মকর্তাবৃন্দ,  আওয়ামীলীগ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক  সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এদিকে বীর মুক্তিযোদ্ধা ছকিন উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাগলাপীর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও আহবায়ক হাবিবুর রহমান সেলিম সহ সকল নেতৃবৃন্দ।  তিনি এক শোক বার্তায় মরহুমের আত্মার রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছন।

পুরোনো সংবাদ

রংপুর 262864192042216406

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item