পীরগাছায় রমজান মাসে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে জোনাল অফিস ঘেরাও

ফজলুর রহমান, পীরগাছা (রংপুর)প্রতিনিধিঃ
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ পীরগাছা জোনাল অফিসের আওতায় প্রায় ৬০ হাজার গ্রাহকের মধ্যে ২০ হাজার গ্রাহক ঘন্টায় বেশ কয়েকবার লোডশেডিংয়ের কবলে পড়ছে। ফলে ঘনঘন লোডশেডিং ও লো-ভোল্টেজের কারণে চরম বিপাকে পড়েছেন তারা। রমজান মাসে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে ও বকেয়া বিলের নামে সংযোগ বিচ্ছিন্নর প্রতিবাদে গত রোববার সন্ধ্যায় প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ লাঠি ও ঝাড়–– হাতে পীরগাছা জোনাল অফিস ঘেরাও করে।
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ পীরগাছা জোনাল অফিসের আওতায় ৬০ হাজার গ্রাহকের জন্য সংযোগ লাইন ৬টি ভাগে ভাগ করা হয়েছে। ৯টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নে আলাদা আলাদা সংযোগ লাইন থাকলেও শুধুমাত্র কৈকুড়ী ও কান্দি ইউনিয়নে একটি সংযোগ লাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ওই দু‘টি ইউনিয়নে ২০ হাজার গ্রাহক রয়েছে। ওই সংযোগ লাইনটি ৪ নং ফিড হিসেবে পরিচিত। অন্যান্য ফিডের গ্রাহকরা দিনে গড়ে ৩-৫ ঘন্টা লোডশেডিংয়ের কবলে পড়লেও ৪ নং ফিডটি সর্বক্ষণ লোডশেডিং ও লো-ভোল্টেজের কবলে পড়ে থাকে।
আকাশে মেঘ দেখা গেলেও বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। মাঝে মাঝে ২৪ ঘন্টাই লোডশেডিং দেয়া হয়। আবার ঘন্টায় ৪০ বার লোডশেডিং দেয়ারও রেকর্ড সৃষ্টি করেছেন। এছাড়াও মাঝে মাঝেই কৈকুড়ী ইউনিয়নে বিদ্যুৎ রেখে শুধু মাত্র কান্দি ইউনিয়ন বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখারও অভিযোগ রয়েছে। অপরদিকে রমজান মাসে বকেয়া বিল আদায়ের নামে সংযোগ বিচ্ছিন্ন অভিযান শুরু করেছেন। গত এক সপ্তাহে প্রায় ৫ হাজার বাণিজ্যিক ও আবাসিক গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ফলে রমজান মাসে ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ গ্রাহকরা চরম বিপাকে পড়েছে। এছাড়া জুন মাসের আগে সিস্টেম লস কমানোর জন্য ইচ্ছাকৃত লোডশেডিং দেওয়ারও অভিযোগ উঠেছে ডিজিএম এর বিরুদ্ধে। গত রোববার সন্ধ্যায় প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ লাঠি ও ঝাড়–– হাতে রমজান মাসে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে ও বকেয়া বিলের নামে সংযোগ বিচ্ছিন্নর প্রতিবাদে পীরগাছা জোনাল অফিস ঘেরাও করেন। এসময় তারা ডিজিএম এর অপসারণ চেয়ে শ্লোগান দেন। কান্দি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য প্রশান্ত কুমার মিশ্র জানান, ঘনঘন লোডশেডিং ও লো-ভোল্টেজের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। ডিজিএম আব্দুল জলিল পীরগাছায় আসার পর থেকেই এই ফিডের গ্রাহকরা চরম বিপাকে পড়েছেন। স্থানীয় গ্রাহক হাইফুল ইসলাম খান বলেন, রমজান মাসে বকেয়া বিল আদায়ের নামে সংযোগ বিচ্ছিন্ন করায় গ্রাহকরা চরম বিপাকে পড়েছেন।
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম(পর) মঞ্জুরুল ইসলাম বলেন, লোডশেডিংয়ের কারণে নয় ৪নং ফিডটি দীর্ঘ ও গ্রাহক সংখ্যা বেশী থাকায় সমস্যা হচ্ছে। ঝড়বৃষ্টির কারণে গাছের ডালপালা লাইনে পড়ছে। প্রতিটি ফিডে এসিআর চালু আছে তাই ডালপালা পড়লে সয়ংক্রিয় ভাবে লাইন বন্ধ হয়ে যায়। ইচ্ছা করে বন্ধ করা হয় না।
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম আব্দুল জলিল বলেন, পীরগাছায় কোন লোডশেডিং নেই। ঝড়ের কারণে বিদ্যুৎ দেয়া সম্ভব হচ্ছে না। বিদ্যুৎ দিতে না পারায় সংযোগ বিচ্ছিন্ন অভিযান বর্তমানে বন্ধ রাখা হয়েছে।##

পুরোনো সংবাদ

রংপুর 6931873986230190032

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item