পাগলাপীরের ফলমুলের বাজার এখন মাদ্রাজি লিচুর দখলে

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ রংপুরের ব্যবস্ততম বানিজ্যিক বন্দর পাগলাপীরের রসে ভরা ফলমুলের বাজার এখন মাদ্রাজি লিচু দখল করে নিয়েছে। তবে এলাকায় কালবৈশাখীর ন্যয় ঝড়ো হাওয়া বাতাশ অব্যাহত থাকায় লিচুর দাম একটু ক্রেতাদের হাতের নাগালে। ফলে প্রত্যহ সকাল থেকে রাত্রি ৯টা পর্যন্ত অঞ্চলের উৎসব মুখর ধনী গরিব সহ সকল শ্রেণির ক্রেতা সাধারন পাগলাপীর বন্দরের ফলমুলের বাজারে স্বাচ্ছন্দে কেনাকাটা করছেন মাদ্রাজি লিচু। কিন্তু এক শ্রেণির মৌসুমী লিচু ব্যবসায়ীরা ক্রেতাদের চোখে ধুলো দিয়ে মাদ্রাজি লিচুকে বেদানা, চায়নাসহ নানান জাতের কথা বলে বেশি দামে বিক্রি করে প্রতারনা করছেন বলে অভিযোগ উঠেছে। সরেজমিনে ঘুরে দেখা গেছে পাগলাপীর বন্দরের ফলমুলের বাজারে রসালো ফল মাদ্রাজি লিচু ব্যাপক আমদানি হয়েছে। পাগলাপীর সহ অঞ্চলের বিভিন্ন চাষীদের বাগান হতে আমদানীকৃত মাদ্রাজি লিচু বেচা বিক্রি জমছে। ফলমুল ব্যবসায়ী আলা মিয়া ও আব্দুর রাজ্জাকসহ কয়েকজন ব্যবসায়ী সাংবাদিককে জানান বর্তমানে পাগলাপীরের ফলমুল বাজারে মাদ্রাজি জাতের লিচু পাওয়া যাচ্ছে। এ জাতের লিচু ১শ আমরা ১শ বিশ থেকে ১শ চল্লিশ টাকা দরে বিক্রি করতেছি ক্রেতাদের কাছে। আবার কেউ কেউ এর চেয়েও বেশি দামে লিচু বিক্রি করতেছেন বেদানা চায়নাসহ নানান জাতের লিচুর কথা বলে। 

পুরোনো সংবাদ

রংপুর 1377859603271807186

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item