দেখা গেছে চাঁদ, কাল মঙ্গলবার থেকে রোজা শুরু
https://www.obolokon24.com/2019/05/ramadan.html
অনলাইন ডেস্ক
দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল মঙ্গলবার (৭ মে) থেকে বাংলাদেশে রোজা পালন করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় সর্বপ্রথম চট্টগ্রামে রমজানের চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়া যায়। পরে ফেনীসহ দেশের আরো কয়েকটি স্থানে রমজানের মাসের চাঁদ দেখা যায়।
আগামীকাল রোজা শুরু হওয়ায় আজ রাতে এশার নামাজের সঙ্গে ধর্মপ্রাণ মুসুল্লিরা তারাবির নামাজও আদায় করবেন। এছাড়া ভোরে সেহরি খেয়ে রোজা পালন করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা।