কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক হলেন চিলাহাটির রাফি সাকিব
https://www.obolokon24.com/2019/05/rafi-sakib.html
নিজস্ব প্রতিনিধি-আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেয়েছেন রাফি সাকিব।তিনি নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটির কৃতী সন্তান এবং ঢাকা আশা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র। ছাত্র সংগঠনটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি স্বাক্ষরিত সদ্য ঘোষিত কমিটিতে রাফি সহ-সম্পাদক হিসেবে মনোনিত হয়েছেন।মেধাবী ছাত্রনেতা রাফি সাকিব বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক মনোনীত হওয়ায় নীলফামারী জেলার ও ডোমার উপজেলার সাবেক ও বর্তমান ছাত্রনেতা সহ বিভিন্ন পেশার মানুষ তাকে অভিনন্দন জনিয়েছেন।জানা যায়, পারিবারিকভাবেই আওয়ামী আদর্শের অনুসারী রাফি ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন। তিনি ছাত্রলীগের সক্রিয় রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।দীর্ঘ ছাত্ররাজনীতির ধাপ পেরিয়ে অবশেষে তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক হলেন। এ ব্যাপারে জানতে চাইলে রাফি তার প্রতিক্রিয়ায় বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন করে দেশরতœ শেখ হাসিনার নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে হলে তরুণ ও মেধাবীদের এগিয়ে আসতে হবে।তাই রাজনীতিকে তরুণ প্রজন্মের অস্বীকার করার কোনো উপায় নেই।’
তিনি তার এ অর্জনে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক’কে ধন্যবাদ জানিয়েছেন এবং সকলের সহযোগিতা কামনা করেছেন।
তিনি তার এ অর্জনে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক’কে ধন্যবাদ জানিয়েছেন এবং সকলের সহযোগিতা কামনা করেছেন।