বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন চালু রেখে আমদানি-রপ্তানি কার্যক্রম ৯দিন বন্ধের ঘোষণা

মুুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নয়দিন বাংলাবান্ধা স্থলবন্দরের সকল প্রকার আমদানি-রপ্তানির কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বন্দরের আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন। তবে মানুষ পারাপারের জন্য ইমিগ্রেশন ব্যবস্থা চালু থাকার কথা বন্দর সূত্রে জানা গেছে।
১জুন/১৯ শনিবার থেকে টানা ৯জুন/১৯ রবিবার পর্যন্ত ভারত, নেপাল, ভুটান ও বাংলাদেশের মধ্যে এই আমদানি-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকবে। এ বিষয়ে স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান বাবলা খান জানান, আগামী ১০ জুন সোমবার থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
এদিকে বন্দরের আমদানি-রপ্তানির কার্যক্রম বন্ধ থাকলেও চালু থাকবে ইমিগ্রেশন ব্যবস্থা। সম্প্রতি এ বন্দরটি দিয়ে শিলিগুড়ি পর্যন্ত চালু করা হয়েছে বাস সার্ভিস। বিবিআইএন চুক্তিতে এ বাস সার্ভিস চালুতে এবারের ঈদের ছুটি কাটাতে পর্যটকদের যাতায়াত বৃদ্ধি পাবে বলে জানা গেছে।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 5675913503662089379

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item