নুসরাত হত্যায় জড়িতদের শাস্তি দাবিতে নীলফামারীতে সনাকের মানববন্ধন

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ৩০ এপ্রিল॥ নুসরাত হত্যাকান্ডে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের ক্ষেত্রে কোনো প্রকার ভয় বা করুণার উর্দ্ধে উঠে সুষ্ঠু বিচারিক প্রক্রিয়ায় তাদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি নিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতে মানববন্ধনের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও তাদের অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)।
আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১০টা থেকে ঘন্টাব্যাপী জেলা শহরের চৌরঙ্গি মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে একাত্মতা প্রকাশ করেন।
এ সময় ‘নুসরাত হত্যার ন্যায়বিচার চাই, চাই দায়ীদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ’ ধারণা পত্র উপস্থাপন করেন ইয়েস গ্রুপের সদস্য জোবায়দা বেগম জবা। জবা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নুসরাত হত্যার ব্যাপারেও কোন নমনিয়তা দেখান নি, যার কারণে দ্রুত গ্রেফতার হয়েছেন জড়িতরা। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মিজানুর রহমান লিটু, নাসিমা বেগম, উমর ফারুক, মিল্লাদুর রহমান মামুন,  নুর আলম, মতিয়া বেগম মুক্তি এবং টিআইবির এরিয়া ম্যানেজার আসাদুজ্জামান আসাদ। #

পুরোনো সংবাদ

নীলফামারী 483988833347004769

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item