নানান কর্মসুচিতে নীলফামারীতে পালিত হলো মহান মে দিবস
https://www.obolokon24.com/2019/05/may-day_2.html
মে দিবসের মর্মবানী, “শ্রমিক মালিক ঐক্য গড়ি,উন্নয়নের শপথ করি” এই শ্লোগানকে সামনে রেখে দিবসটি উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন শ্রমিক, পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শোভাযাত্রা, পথসভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
তবে মুল অনুষ্ঠানটি হয় নীলফামারী জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় শহীদ মিনার চত্বরে। এর আগে জেলা প্রশাসক নাজিয়া শিরিন জেলা প্রশাসনের চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পনের মধ্যে দিয়ে বেলা ১০ টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন।
এখানে বিএনপি ছাড়া প্রতিটি রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন গুলো ঐক্যবদ্ধ হয়ে আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসন (সার্বিক) আজাহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন। এসময় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমার, পৌর মেয়র জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, জেলা যুবলীগের সাধারন সম্পাদক উত্তরা ছিট হিমাগারের ব্যবস্থাপক শাহিদ মাহমুদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, জেলা শ্রমিক লীগের সাধারন স¤পাদক আমজাদ হোসেন, ট্রাক-ট্যাংলড়ী শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রহমান ডালু, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মজিবুদৌলা জকি, শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ন সহ-সভাপতি বজলার রহমান, জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু তালেব, ওয়ার্কাস পার্টির সভাপতি কমরেট তপন কুমার রায়, জেলা সিপিবির সাধারন সম্পাদক শ্রীদাম দাস প্রমুখ। আলোচনা শেষে এক বিশাল বর্ণাঢ্য র্যালী জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বড় বাজার ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়।
অপরদিকে নীল সাগর গ্রুপের এক বিশাল র্যালী শহর প্রদক্ষিন করে হাই স্কুল মাঠে আলোচনা সভায় মিলিত হয়। এসময় র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন নীল সাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌঃ আহসান হাবিব লেলিন। এ ছাড়া জেলা বিএনপির আহবায়ক আলমগীর সরকার ও সদস্য সচিব জহুরুল আলমের নেতৃত্বে মে দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়। এদিকে জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরীগঞ্জ ও সৈয়দপুর উপজেলায় মে দিবস পালনের খবর পাওয়া গেছে। মে দিবস উপলক্ষ্যে বিকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো সাংস্কৃতিক, বনভোজন ও র্যাফেল ড্র এর আয়োজন করেছে। #