কুড়িগ্রামে জেলা শিল্পকলা একাডেমির সেরা নাট্যকারের পুরস্কার পেলেন হেলাল জাহাঙ্গীর

আশিকুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ 
কুড়িগ্রামে জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা ২০১৭-১৮ইং সেরা নাট্যকারের পুরস্কার পেয়েছেন বিশিষ্ট কবি ও নাট্যকার হেলাল জাহাঙ্গীর। গত ৬ মে পৌর টাউন হলে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
জানা যায়, জেলা শিল্পকলা একাডেমি বিভিন্ন বিষয়ের উপর ২০১৭ সালে ৫ জন, ২০১৮ সালে ৫ জন, মোট ১০ জন গুণিজনকে সম্মাননা দিয়েছে। এর মধ্যে ২০১৮ সালের সেরা নাট্যকার হিসেবে সম্মাননা দেয়া হয় নাট্যকার হেলাল জাহাঙ্গীরকে। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলার সাংস্কৃতিক অঙ্গনকে টিকিয়ে রাখতে বিভিন্ন ভাবে অবদান রাখার জন্য প্রায় অর্ধশত গুণিজনকে অভিনন্দন স্মারক প্রদান করা হয়েছে। সম্মাননা অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন। বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মেহেদুল করিম, সিভিল সার্জন ডাঃ এসএম আমিনুল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান, কুড়িগ্রাম মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ রবিন্দ্রনাথ চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াছমিন। সম্মাননা প্রদান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল।

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 3957312231935445074

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item