কুড়িগ্রামে ঢালাই রাস্তার কাজ উদ্বোধন
https://www.obolokon24.com/2019/05/kurigram_82.html
আশিকুর রহমান-কুড়িগ্রাম সদর উপজেলার হোলখানা ইউনিয়নের শুভার কুটি এসডিএফ অফিস থেকে পাকা রাস্তা পর্যন্ত কাঁচা রাস্তার ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। ঢালাই এর উদ্বোধন করেন জনপ্রতিনিধি ও অফিস কর্মকর্তা বৃন্দ। গত বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে ঢালাই এর উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু। এসময় আরো উপস্থিত ছিলেন হলোখানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক, উপজেলা ইঞ্জিনিয়ার সামিন শারার ফুয়াদ,এসও নজরুল ইসলাম, ঠিকাদার মাহফুজুর রহমান। ১০৫ মিটার ছয় লক্ষ ৬০ হাজার এবং ৫২ মিটার ৫ লক্ষ ৫২ হাজার টাকা বরাদ্দে এই আর সি সি ঢালাই রাস্তার কাজ করছেন দুইটি ঠিকাদারি প্রতিষ্ঠান।শহিদুল ইসলাম রাজু ও সেতু কনস্ট্রাকশন। বাস্তবায়ন করছেন এলজিইডি কুড়িগ্রাম সদর