নাগেশ্বরীর উচ্ছ্বাসের উদ্যোগে রংপুর বেগম রোকেয়া আদর্শ শিক্ষা নিকেতনে গাছ বিতরণ

হাফিজুর রহমান হৃদয়,কুড়িগ্রাম প্রতিনিধি:
রংপুর বেগম রোকেয়া আদর্শ শিক্ষা নিকেতনে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছে নাগেশ্বরীর সংগঠন উচ্ছ্বাস। ‘গাছ লাগিয়ে ভরব দেশ, শুদ্ধ হবে পরিবেশ’ এই স্লোগান নিয়ে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সাপখাওয়া এলাকার ক্রীড়া, সাহিত্য, সাংস্কৃতিক ও বিনোদনমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন উচ্ছ্বাস সাহিত্য সুহৃদ এর আয়োজনে এবং সৃজনশীল সাহিত্যের কাগজ দ্বি-মাসিক উচ্ছ্বাস এর সৌজন্যে ১১ মে শনিবার রংপুর দেওডোবা নেকারপাড়া এলাকার স্বেচ্ছাসেবী শিশু শিক্ষা প্রতিষ্ঠান বেগম রোকেয়া আদর্শ শিক্ষা নিকেতনে গাছের চারা বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এসময় ওই প্রতিষ্ঠানের ৭০ জন শিক্ষার্থী ও শিক্ষকের মাঝে গাছের চারা বিতরণ করেন উচ্ছ্বাস সাহিত্য সুহৃদের পরিচালক এবং দ্বি-মাসিক উচ্ছ্বাস-এর সম্পাদক ও প্রকাশক হাফিজুর রহমান হৃদয়। বেগম রোকেয়া আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক হেলাল উদ্দিনের সভাপতিত্বে এ সময় গাছের উপকারিতা নিয়ে আলোচনাসভায় বক্তব্য রাখেন উচ্ছ্বাস-এর পরিচালক হাফিজুর রহমান হৃদয়, সাংবাদিক ও ভাওয়াইয়া কণ্ঠ শিল্পী শফিকুল ইসলাম শফি, সহকারী শিক্ষক আফসানা ইয়াসমিন টুম্পা, চাঁদনী বেগম, রাবেয়া খাতুন বীথি, সোহেল রানা, জান্নাতুল নাঈম, উর্মিলা আক্তার প্রমুখ।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 2888712873186548743

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item