কিশোরগঞ্জে নৈশ প্রহরীদের বেতন বোনাস প্রদানে ঘুষ আদায়ের অভিযোগ

মো: শামীম হোসেন বাবু,কিশোরগঞ্জ(নীলফামারী) সংবাদদাতা: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরীদের কাছ থেকে পবিত্র ইদুল ফিতরের বেতন বোনাস প্রদানের নামে ৫ শত করে টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে অফিস সহকারী আবুল কালাম আজাদের বিরুদ্ধে, এ ঘটনায় নৈশ প্রহরীগণ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরিফা আক্তারের কাছে অভিযোগ করছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে ও নৈশ প্রহরীদের কাছ থেকে জানা গেছে, কিশোরগঞ্জ উপজেলায় ১৭০ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫১ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৈশ প্রহরী নিয়োগ দেয় সরকার, এর মধ্যে ২৪ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরীদের কাছ থেকে ৫ শত করে টাকা ঘুষ নিয়ে বেতন বোনাসের কাগজপত্র তৈরী করে দেন প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী আবুল কালাম আজাদ বাকি ২৭ জন ৫০০ করে টাকা ঘুষ দিতে অপারগতা প্রকাশ করলে তাদের বেতন বোনাসের সমস্ত কাগজপত্র আটকে দেন অফিস সহকারী আবুল কালাম আজাদ।
উত্তর দুরাকুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী হাবিবুর রহমান বলেন, আমার বেতন বোনাসের কাগজপত্র ঠিক করার নামে আমার কাছে  ৫ শ টাকা ঘুষ দাবি করে অফিস সহকারী আবুল কালাম,
বসুনিয়াপাড়া ২ নম্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী বাদশা মিয়া বলেন, অফিস সহকারী আবুল কালাম আজাদ আমার মোবাইল নম্বর দিয়ে আমার সহকমীদের কাছ থেকে বেতন বোনাস করে দেওয়ার নামে ৫ শ করে টাকা ঘুষ চেয়েছে, আমরা বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্যারকে জানিয়েছি
এ ব্যাপারে অফিস সহকারী আবুল কালাম আজাদের সাথে কথা বললে  তিনি নৈশ প্রহরীদের কাছ থেকে ৫ শ করে টাকা ঘুষ চাওয়ার কথা অস্বীকার করে বলেন, এটা আমার বিরুদ্ধ  একটা যড়যন্ত্র।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার  শরিফা আক্তারের  সাথে কথা বললে তিনি বলেন  প্রধান শিক্ষকের প্রত্যায়ন যারা জমা দিয়েছেন তাদের বেতন বোনাস দেয়া হয়েছে আর যারা দেয়নি তাদের বেতন বোনাস প্রত্যায়ন জমা দিলে দেয়া হবে, অফিস সহকারীর  ৫ শ করে টাকা ঘুষ নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন নৈশ প্রহরীরা  অভিযোগ নিয়ে আমার কাছে এসেছিল তদন্ত করে ব্যাবস্থা নেয়া হবে।

পুরোনো সংবাদ

নীলফামারী 1448230313017436401

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item