মোঃ শামীম হোসেন বাবু,কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতাঃ আমরাই পারি শিশুর প্রতি সহিংসতা বন্ধ করতে এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় শিশু সুরক্ষা বিষয়ক র্যালী, আলোচনা সভা এবং সম্নাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে কিশোরগঞ্জ এপি ,ওয়াল্ড ভিশন বাংলাদেশ এবং গ্রাম উন্নয়ন কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী ৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোঃ আবুল কালাম বারী পাইলট, নিতাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুকুজ্জামান ফারুক, চাঁদখানা ইউপি চেয়ারমান হাফিজার রহমান, বাহাগিলি ইউপি চেয়ারম্যান আতাউর রহমান শাহ দুলু, কিশোরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আনিছুল ইসলাম আনিছ, কিশোরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার পিকিং চাম্বুগং গ্রাম উন্নয়ন কমিটির সদস্য, শিশু ফোরামের সদস্য সাংবাদিক প্রমুখ।