জলঢাকায় কৃষকদের বাড়ি গিয়ে ধান সংগ্রহ করলেন ইউএনও

মর্তুজা ইসলাম,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি ঃ
নীলফামারীর জলঢাকায় প্রান্তিক কৃষকদের সরকারের বেঁধে দেওয়া দরে কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে ধান সংগ্রহ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সুজাউদ্দৌলা। সোমবার দুপুরে উপজেলার কাঠালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে প্রান্তিক কৃষক আমিনুর রহমানের বাড়ি গিয়ে ধান ক্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় ওই কৃষকের কাছ থেকে পরীক্ষা করে ৫শত কেজি বোরো ধান ২৬ টাকা দরে সংগ্রহ করেন। জলঢাকা খাদ্য অফিস সুত্রে জানা যায়, এবারে জলঢাকা উপজেলার জন্য লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ধান ৪ শত ৬২ মে. টন, গম ৯৬ মে.টন। অপরদিকে বিভিন্ন মিল চাতালের মালিকদের কাছে চাল সংগ্রহ করবেন ৩ হাজার ৯শত ২৯ মে.টন। ধানের মুল্য ধরা হয়েছে ২৬ টাকা কেজি, গম ২৮ টাকা ও চালের মুল্য নির্ধারন করা হয়েছে ৩৬ টাকা। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সুজাউদ্দৌলা বলেন, প্রান্তিক কৃষকরা যাতে মধ্যসত্ত্বাকারীদের খপ্পরে না পরে সরাসরি তাদের ধান গমের  সরকারের ন্যায্য মুল্য থেকে বঞ্চিত না হয় সেদিক বিবেচনা করে এবারে সরাসরি প্রান্তিক কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে ধান, গম সংগ্রহ অভিযান চালানো হচ্ছে। এর আগে সকালে উপজেলার খাদ্য গুদামে অভ্যন্তরিন বোরো ধান চালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় উপস্থিত ছিলেন ্উপজেলা খাদ্য কর্মকর্তা জগদীশ চন্দ্র সরকার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহাফুজুল হক, জলঢাকা খাদ্য ইনচার্জ রাশেদুল ইসলাম খন্দকার, সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আনছার আলী মিন্টু।


পুরোনো সংবাদ

নীলফামারী 8573184867787882165

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item