জলঢাকায় সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিকের সভাপতিত্বে এসময় বক্তব্যে রাখেন ভাইসচেয়ারম্যান মনোয়ারা বেগম, ছিট মীরগঞ্জ ফাজিল মাদরাসার অধ্যক্ষ আব্দুর রশীদ, একাডেমিক সুপারভাইজার মাফরুহা বেগম। এসময় উপস্থিত ছিলেন টেংগনমারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ একেএম মাহবুবুজ্জামান, জলঢাকা সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান, টেংগনমারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশেকুর রহমান ও শৌলমারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারি প্রমুখ। উপজেলার স্কুল, মাদরাসা ও কলেজের ৬০ জন বিজয়ী শিক্ষার্থীকে ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়।

পুরোনো সংবাদ

নীলফামারী 33240270244689521

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item